হাতির দলের উপদ্রব, ক্ষতিগ্রস্ত গ্রামবাসী কী করে বাঁচবেন?
- Ruchika Mukherjee, WTN
- Sep 24, 2023
- 1 min read

পশ্চিম মেদিনীপুরের কালরুই এলাকায় ২২ টি হাতির তাণ্ডব। বারবার এই হাতির দলের তাণ্ডবে বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামবাসী।
হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা চাষের জমি। অপরিসীম ক্ষয়ক্ষতি হচ্ছে চাষের ফসল, সবজির।
গ্রামবাসীদের অভিযোগেও কাজ হচ্ছেনা কিছু। গ্রামবাসিরাও হাতির তাণ্ডবে উদাসীন।
গতকাল রবিবার ২৪শে সেপ্টেম্বর রাতে পশ্চিম মেদিনীপুরের ঢেরাছাড়া, কালরুই এলাকায় একসঙ্গে প্রবেশ করে ২২টি থেকে ২৫টির হাতির একটি দল। সারা রাত জুড়ে ক্ষেতগুলিতে তাণ্ডব চালায়।
বনদপ্তরের বিরুদ্ধে গ্রামবাসীদের উদাসীনতার অভিযোগ। বারবার এমন ঘটনা ঘটলেও দেখা পাওয়া যায়না বনদপ্তরের।
এছাড়াও, কোনো ক্ষতিপূরণও মিলছে না, বনদপ্তপরের বিরুদ্ধে ক্ষোভ জন্মাচ্ছে এলাকাবাসীর।
Commentaires