বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি মামলায় উঠে আসে চাঞ্চল্যকর খবর। বাংলা থেকে ২৬ থেকে ২৮ টি হাতি পাচার হয়েছে অন্য দেশ বা রাজ্যে। এমনই দাবি নিয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থা আদালতের দ্বারস্থ হয়।
ভারতের আইন অনুযায়ী, হাতি কেনা বা বিক্রি করা যায় না। উপহার বা ব্যবসার উদ্দেশেও কোনো ব্যক্তি বা সংস্থাকে দেওয়া যায় না। বন্য প্রানী সুরক্ষা আইনে অনুযায়ী, অন্যান্য বন্যপশুর মতো হাতিও রাজ্যের সম্পত্তি। সাদা রংয়ের হাতিকে আলাদা মর্যাদা দাওয়া হয়ে।
স্বেচ্ছাসেবী সংস্থা মামলায় দাবি করেন যে তারা পাচার হয়ে যাওয়া তিনটি হাতিকে ফেরত পেতে চায়। আদালতে তারা জানায় 'নটরাজ' সার্কাস কোম্পানি তাদের তিনটি হাতি বিহারের এক আশ্রমে বিক্রি করে দেয়। সেই আশ্রম কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে হাতিগুলোকে তারা উপহার হিসেবে পেয়েছে এবং যত্নে রেখেছে।
মামলাকারীর আইনজীবী জানায়, এরকম আরও অনেক হাতি পাচার হয়েছে ভিন্ন রাজ্যে বা দেশে আর তাদেরকে দিয়ে খাটানো হচ্ছে। ঘটনায় রাজ্য সরকারের গাফিলতিকেই দায়ী করেছেন মামলাকারীরা।
Comments