top of page

পোষ্য হাতির হামলার মুখে পশু চিকিৎসক

হাতির পুজোর মধ্যে ছন্দপতন। পোষা হাতির হামলায় অল্পের জন্য রক্ষা পেলেন প্রানী চিকিৎসক।পুজো না দিয়ে তাকে শাস্তি স্বরূপ শিকল দিয়ে বেঁধে রাখা হলো পিলখানাতে। এদিন উপস্থিত ছিল বন কর্মী, বনাধিকারিক, পর্যটকেরাও। হঠাৎ এমন ভয়ানক দৃশ্য দেখে চমকে যান সবাই।


গরুমারা জাতীয় উদ্যানের ধুপ ঝোরা হাতি পিলখানায় হাতির পুজোর প্রস্তুতি চলছিল। সোমবার দুপুরে পুজো শুরুর কিছুক্ষন আগে প্রানী চিকিৎসক শ্বেতা মণ্ডল, বন দফতরের কুনকি হাতি কিরন রাজকে আদর করতে যায়। তাকে শুঁড় দিয়ে আক্রমণ করে হাতিটি।


প্রাণী চিকিৎসক কোনোক্রমে পালিয়ে প্রান বাঁচান। হাতির আক্রমণ থেকে বাঁচতে গিয়ে তাঁর শরীরের বেশ কিছু জায়গায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।

Comments


bottom of page