top of page

দাঁতাল হাতির হামলায় ক্ষতিগ্রস্ত মালবাজার

দাঁতাল হাতির হামলায় ক্ষতিগ্রস্ত গ্রাম। ধান ও ঘরে মজুদ করা সামগ্রী নষ্ট করে। পালিয়ে প্রাণ বাঁচলো বাড়ির মালিকের।





ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার অন্তর্গত বড় দিঘী নেপোচাপুর বস্তি এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে পার্শ্ববর্তী তারঘেরা জঙ্গল থেকে একটি হাতি আচমকা ঢুকে পড়ে এলাকায় এবং হামলা চালায় পুরসা ওরাও ও পূর্ণিয়া ওরাও এর বাড়িতে।

হাতি হামলা চালানোর সময় ঘরের ভেতরেই ছিল বাড়ির মালিক। ঘর ভাঙ্গার শব্দ শুনে পালিয়ে বাঁচে তারা। হাতিটি পরপর দুটি বাড়িতে হামলা চালায় এবং ঘরের মধ্যে মজুদ করে রাখা খাবারের সামগ্রী, ধানের ডুলি ঘরের বাইরে টেনে বের করে। ধান খেয়ে ফেলে।

গ্রামের বাসিন্দারা পটকা ফাটিয়ে হাতি টিকে পুনরায় জঙ্গলে পাঠানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ হাতিটি এলাকায় তাণ্ডব চালানোর পর জঙ্গলে ফিরে যায়।

এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বনদপ্তর এর কাছে।

Comentarios


bottom of page