আগামীকাল ২৮ অক্টোবর ইডেন গার্ডেনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের ম্যাচ। এখনো পর্যন্ত দর্শকদের মধ্যে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছাড়া আর কোন ম্যাচ ঘিরে কোন উন্মাদনা নেই।পুলিশ কমিশনার ইডেন গার্ডেন পরিদর্শন করতে এসে ইডেনে নিরাপত্তা দেখে বেশ অবাক হন।
সিএবি কর্তাদের সিদ্ধান্তের জেরে মেম্বারদের টিকিট পাওয়ার বিষয়টি নিয়ে জোর গন্ডগোল জারি রয়েছে। এদিন আবার ইডেন গার্ডেনের বাইরে মেম্বাররা টিকিট না পেয়ে বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার আচমকা একটি গাড়ি এসে ধাক্কা মারে চার নাম্বার গেটে। তাতে গেট ভেঙে যায় এবং পাঁচিলের একাংশ পড়ে যায়। শনিবার ম্যাচের আগেই ইডেনের গেট সারিয়ে ফেলতে হবে সিএবিকে। এদিকে ইডেন গার্ডেনে ম্যাচ হওয়ায় ইডেন গার্ডেন কে অন্যভাবে সাজানো হচ্ছিল। অনেক কিছুই নতুন করে করা হয়েছে। তার মধ্যেই এমন অবস্থা। ম্যাচের আগে এরকম দুর্ঘটনা চিন্তায় ফেললো সিএবিকে। এদিকে বাংলাদেশ বনাম নেদারল্যান্ড ম্যাচ নিয়ে তেমন উৎসাহ দেখা যাচ্ছে না দর্শকদের মধ্যে।
ইডেন গার্ডেনে আসলে টিকিটের চাহিদা ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য। বাংলা ক্রিকেট সংস্থার সদস্যেরা সকলে সেই ম্যাচের টিকিট পাননি সেই নিয়ে বৃহস্পতিবার ও বিক্ষোভ দেখান তারা। তাদের বিক্ষোভ চলছে বেশ কিছুদিন ধরেই। জানা গিয়েছে, সিএবির সদস্য সংখ্যা ১১ হাজার সেখানে টিকিট দেয়া হয়েছে মাত্র তিন হাজার জনের।।
বিশ্বকাপের ম্যাচ শুরু হওয়ার দুদিন আগেই ইডেন গার্ডেনের দেওয়াল ভেঙে যায়। চার নম্বর গেটের দেওয়াল ভাঙ্গে। গাড়ির ধাক্কায় চার নম্বর গেটে ঢোকার সময় পাঁচিল ভেঙে যায়। পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল ইডেন পরিদর্শন করেন সেদিনই। এখনো নিশ্চিত নয় ম্যাচ শুরু হওয়ার আগে এই দেওয়ালের একাংশ মেরামত করা সম্ভব কিনা!
Comments