top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

দিল্লিতে ঘেরাওয়ের কর্মসূচির সময়েই ইডির তলব অভিষেককে


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচির সময়ের আগেই সমন পাঠালো ইডি। রাজ্যের শাসক দল দিল্লিতে ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছে আগামী ২ এবং ৩ অক্টোবর। কর্মসূচি চলাকালীন অভিষেকের থাকার কথা দিল্লিতে।


ঠিক সেই সময় ইডি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে। অভিষেককে বলা হয়েছে তিন অক্টোবর সকাল সাড়ে দশটার সময় সিজিও কমপ্লেক্সে হাজির হতে।


এক্স হ্যান্ডেল-এ অভিষেক নিজেই এই খবর জানিয়েছেন। সেই সঙ্গে তিনি নাম না নিয়ে আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকেও। তিনি লিখেছেন, "ঠিক যখন বাংলাr পাওনা চেয়ে আমাদের দিল্লিতে যাওয়ার কথা, সেই সময় তলব করা হলো আমাকে। অতএব বোঝা যাচ্ছে কারা আসলে ভীতু এবং সন্ত্রস্ত খারাপ হয়ে কাঁপছে!"


এর আগে অভিষেককে ডেকে পাঠানো হয়েছিল ইন্ডিয়া- কো অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকের দিন। সেদিন কমিটির সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল অভিষেকের। কিন্তু বৈঠকে তিনি শেষ পর্যন্ত উপস্থিত থাকতে পারেননি।


অভিষেক বৈঠকে না গিয়ে ইডির সমনে সাড়া দিয়ে সল্টলেকে ইডির দপ্তরে হাজিরা দেন।


ইডি বেশ কয়েকবার ডেকে পাঠালো অভিষেককে। এর মধ্যে একবার ইডি-র সমনে সাড়া দিতে দিল্লিতে হাজির হয়েছিলেন অভিষেক। অভিষেকের নবজোয়ার যাত্রার সময়ও তাকে ডেকে পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে। কিন্তু প্রচারে ব্যস্ত থাকায় তিনি জানিয়েছিলেন তার পক্ষে এই সময় প্রচার ছেড়ে দিল্লির দপ্তরে যাওয়া সম্ভব নয়। ভোট শেষ হলে ইডি ডাকলে, তিনি যাবেন। সেই মতো সেপ্টেম্বরের শুরুতেই অভিষেককে ডাকা হয়, কিন্তু এবারও তার বৈঠক ছিল।


কথা রেখেছিলেন অভিষেক। বৈঠকে না গিয়ে ইডির দফতরে যান। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, এই দীর্ঘ জিজ্ঞাসাবাদের নিট ফল শুধু শূন্য নয়, মাইনাস টু। তবে আমাকে আবার ডাকলে আবার আসবো। " এরপর একমাস না কাটার আগেই আবারো ইডির তলব অভিষেকের কাছে।


অভিষেককে এভাবে বারবার তার রাজনৈতিক কর্মসূচির সময়ে ইডির ডেকে পাঠানো নিয়ে বৃহস্পতিবার সরব হয়েছে তৃণমূল। তৃণমূল লিখেছে বিজেপি তাদের খাঁচায় ভরা টিয়া, ইডিকে কাজে লাগিয়ে আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে আগামী তিন অক্টোবর, যেদিন দিল্লিতে দলের ঘেরাও কর্মসূচি হওয়ার কথা।


"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র স্রেফ ভস্মে পরিণত হয়েছে ," বলে মন্তব্য তৃণমূলের। তারা লিখেছে, "এমন ঘটনা চোখের সামনে দেখাও লজ্জার। "

Hozzászólások


bottom of page