আগামী ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোট সমন্বয় কমিটির প্রথম বৈঠক। সেই একই দিনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তলব করলেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির পাঠানোর নোটিশ সম্পর্কে তৃণমূল যুব সংসদ নিজেই তার 'এক্স' মাধ্যমে জানান। এবং নাম না নিয়ে ৫৬ ইঞ্চির ছাতিযুক্ত মডেল কে কটাক্ষ করেন। ভয় পেয়ে চক্রান্ত করছে বিরোধীপক্ষ।
ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকের দিন অনেক আগে থেকেই নির্ধারণ করা হয়েছে। এবং সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে আগেই জানিয়েছেন। ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উক্ত সময় দেশে উপস্থিত থাকবেন না সুতরাং তৃণমূলের প্রতিনিধিত্ব করার সম্পূর্ণ দায যুব সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
ইডি সূত্রের খবর কবে কার কোন বৈঠক আছে তা তাদের জানার কথা নয়। এবার তলবের কারণ স্পষ্ট নয় তবুও শোনা যাচ্ছে শিক্ষক দুর্নীতির রহস্য উদঘাটনে ডাক পড়েছে অভিষেকের। আগামী 14 সেপ্টেম্বর আদালত ইডির কাছে শিক্ষক দুর্নীতির সমস্ত রিপোর্ট চেয়েছে,বলে খবর।
গত সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান অহেতুক বারবার জ্বালাতন করছে ইডি।
বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, মন্তব্য করেন উনি টিএমসি কোম্পানির বড় নেতা হতে পারেন কিন্তু আইন সবার কাছে সমান, সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন বারবার নাটক করছে। তাহলে বেছে বেছে এমন দিনেই তলব কেন।
মঙ্গলবার বিকেলে তৃণমূলের সাংগঠনিক মিটিংয়ে শশী পাঁজা বিজেপি বিধায়ককে আক্রমণ করে বলেন শুভেন্দু অধিকারীর মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিরদাঁড়া বিক্রি হয়ে যায়নি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাউকে ভয় পান না তার প্রমান আগামীকাল সবাই পেয়ে যাবে বলে দাবিও করেন তিনি।
আগামী বুধবার ইন্ডিয়া জোটের প্রথম সমন্বয় বৈঠক তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত থাকবেন না। সুতরাং প্রতিনিধিত্ব করার জন্য যুব সংসদের উপস্থিতি একান্ত কাম্য। কিন্তু মধ্যিখানের এই ইডির তলব বিড়ম্বনা সৃষ্টি করেছে। প্রশ্ন হচ্ছে কোথায় যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কানাঘুষোতে শোনা যাচ্ছে ইডির সঙ্গে বৈঠক হতে চলেছে কলকাতায় তাহলে বন্দ্যোপাধ্যায় কি দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিতে পারবেন?
Comments