top of page

ঝালদা পুরসভায় দুর্নীতির অভিযোগ, পুরসভাকে ইডি-র নোটিস


নিয়োগ দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে চিঠি পাঠালো হলো ঝালদা পুরসভায়। সূত্রের খবর, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান সময় অবধি যত নিয়োগ হয়েছে, সে সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চেয়েছে ইডি।


আগের বুধবার চার কংগ্রেস কাউন্সিলর ও এক নির্দল কাউন্সিলারকে দলে টেনে বোর্ড গড়েছে তৃণমূল। শাসকদল বোর্ড গড়ার পরই ইডি-র থেকে এই জবাবদিহির জন্যে চিঠি।


ঝালদা পুরসভার প্রধান করণিক গৌতম গোস্বামী বলেন, “সোমবারই আমরা ডাকযোগে ও ইমেলে ইডির নোটিস পেয়েছি। যেখানে বলা হয়েছে, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে যত নিয়োগ হয়েছে, তাদের বায়োডাটা-সহ সমস্ত নথি দিতে হবে। সেই সময় থেকে কারা পুরপ্রধান পদে থেকেছেন, কার্যনির্বাহী অধিকারিক কারা, পুরকর্মচারিই বা কারা, নাম ফোন নম্বর চাওয়া হয়েছে। আমরাও সেই ভাবে প্রস্তুত নিচ্ছি। আগের চিঠিতেও একই তথ্য জানতে চাওয়া হয়। সেইমতো জানানোও হয়। ফের চিঠি এলো।”


প্রসঙ্গত, ২০১৪ থেকেই একটি প্রবণতা ঝালদা পুরসভায় দেখা যাচ্ছে। এই পুরসভায় কোনো সময়েই স্থায়ী একটি বোর্ড তৈরি হয়নি। কখনও কংগ্রেস, কখনও তৃণমূল, কখনও আবার নির্দলের চেয়ারম্যান।অনেক ক্ষেত্রে দেখা গেছে, এই পুরসভায় একদিনের চেয়ারম্যান হিসেবে কেউ অধিষ্ঠিত হয়েছেন। আবার কেউ কেউ এক মাস অবধিও টিকতে পারেননি।


ইডি-র নোটিশের খবরে স্থানীয় পুরবাসী তাই জানতে চাইছেন, নিয়োগ নিয়ে প্রশ্ন থাকলে তা করবে কাকে? কারণ, কে যে কবে কোন পদে আছেন তা কেউ সঠিক বলতে পারবেন না।

Comments


bottom of page