top of page

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল হাজিরা দিতে বললেন ইডি-র আইনজীবী


কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আগামীকাল ৪ঠা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুনানি। দিল্লীতে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকবার কারণে আজ ৩রা অক্টোবরের ধার্য শুনানি পিছিয়ে দিয়েছে আদালত।


কলকাতায় ইডি-র দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিতে পারেননি। সেই ব্যাপারে ইডি-র আজ কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে ইডি-র আইনজীবী জানালেন যে আগামীকাল বুধবারে হাজিরা দেওয়ার ব্যাপারে ইডি-র কোনো আপত্তি নেই।


আজ হাজিরা এড়ানোর জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানান। সেই প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের বিচারপতির তরফ থেকে জানানো হয়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যে হাজিরা দিতে পারবেন না, তা লিখিত আকারে আগে আদালতে জমা দিলে ভালো হতো।


অভিষেকের আইনজীবীর বিচারপতির এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে জানান যে তাঁর মক্কেলকে বেছে বেছে রাজনৈতিক কর্মসূচির দিনেই হাজিরার নোটিশ পাঠানো হয়। আগে তিনি কর্মসূচী বাতিল; করেও হাজিরা দিয়েছেন। তবে এবারে তা সম্ভব হয়নি। তিনি আগামীকাল সশরীরে হাজিরা দিতে পারবেন।


অভিষেকের পক্ষ থেকে আদালতের কাছে আবেদনে জানানো হয় যে, ইডি যে নথিপত্র তাঁর মক্কেলের থেকে চেয়েছেন, তা ১০ বছরের বেশি পুরনো। সেগুলি সংগ্রহ করবার জন্যে তাঁকে যেন কিছুটা সময় দেওয়া হয়।


আগামীকাল শুনানিতে অভিষেকের পক্ষ থেকে কী সহযোগিতা পাওয়া যায়, তার প্রতি ডিভিশন বেঞ্চের বিচারপতিদের কেমন প্রতিক্রিয়া হয়, তা আগামীকালই জানা যাবে।

Comments


bottom of page