top of page

সন্দেশথালি নিয়ে বয়ান দিতে ইডি দফতরে বসিরহাটের ডিএসপি, হাইকোর্টে ইডি, শঙ্করের পর এবার পরিবারকে তলব


বসিরহাট জেলা পুলিশ এর ডি এস পি সানন্দা গোস্বামী এলো ইডি দফ্তরে সঙ্গে তদন্ত কারি অফিসার।পুলিশ সূত্রে খবর ইডি যে অভিযোগ করেছিল সেই অভিযোগের বিষয়ে বয়ান রেকর্ড করতে এসেছেন। পুলিশ অফিসারদের হাতে ক্যামেরা ও ছিল। এর আগে আহত ed আধিকারিকদের বয়ান রেকর্ড করা হয়েছিল হাসপাতালে।


এদিকে সন্দেশখালিতে তাদের উপরে হামলা নিয়ে এবার হাইকোর্টে মামলা ইডির। ইডি র অভিযোগ, রেশন দুর্নীতির মামলায় তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি অফিসাররা। তাদের বক্তব্য , " আমাদের অফিসারদের বিরুদ্ধে পুলিশ FIR করেছে বলে আমরা শুনতে পাচ্ছি। সব সংবাদমাধ্যমে এটা প্রচার হচ্ছে। আমরা বসিরহাট কোর্টেও খোঁজ নিয়েছি। কিন্তু সেখানেও এমন কোনো FIR কপি যায়নি। ওয়েবসাইটে আপলোড করা হয়নি। উল্টে পুলিশ প্রতিদিন আমাদের অফিসে পুলিশ খোঁজ করছে কোন কোন অফিসার সেদিন সেখানে গিয়েছিল। আমাদের আশংকা তাদের নামেও নতুন অভিযোগ দায়ের করবে হেনস্থার জন্য। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। কাল সকালে শুনানি।


আজ সকালেই রেসন দুর্নীতি মামলায় তলব করা হচ্ছে শংকর আড্ডের পরিবারকে। তাদের নামে একাধিক ফরেন এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যার মধ্য দিয়েই বিদেশে টাকা পাচার হতো বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে।


ইডি সূত্রে খবর, গ্রেপ্তারের পর শংকর আঢ্য কে যেদিন কোর্টে তোলা হয় ইডি তরফে দাবি করা হয় সেদিন কোর্টে নথি সহ জানানো হয় ধৃত শংকর আঢ্য এবং তার পরিবারের নামে প্রায় ৯৫ টি ফরেন এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যার মধ্য দিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যার কারণে এবার ইডির তরফ থেকে তলব করা হবে পরিবারের সদস্যদের। শংকর আঢ্য র স্ত্রী, মেয়ে সহ পরিবারের একাধিক সদস্যের নামে এ সমস্ত কোম্পানি, এমনকি তার শালকের নামেও রয়েছে কোম্পানি। এই কোম্পানিতে কি কি কাজ হত? এই কোম্পানি কবে খোলা হয়েছিল? এই কোম্পানি সম্পর্কে তারা কি কি জানেন? কিভাবে ট্রানজাকশন হত? একাধিক বিষয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Comentários


bottom of page