ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে ফের নুসরাত জাহানকে চিঠি ইডি-র। তাতে জানানো হয়েছে আগে যে নথিপত্র দেওয়া হয়েছে, তা দেখে ইডি সন্তুষ্ট নয় ইডি। আরো নথিপত্র পাঠানোর কথা বলা হয়েছে চিঠিতে। তবে কিন্তু এবার সশরীরে হাজিরা দেওয়ার কথা নুসরতকে লেখা চিঠিতে বলা হয়নি।
গত ১২ সেপ্টেম্বর, ২৪ কোটি টাকা ফ্ল্যাট প্রতারণায় সাড়ে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সাংসদ নুসরাত জাহান। অভিনেত্রী দাবি করেন, তিনি ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ সংস্থার থেকে টাকা ঋণ নিয়েছিলেন। যা পরে সুদ সোমেধ সেই টাকা ফিরিয়ে দিয়েছে।
কিন্তু বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা অভিযোগ করেন যে নুসরত এই সংস্থার ডিরেক্টর ছিলেন।
এই সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকে ফের ইডি তলব করে আগামী সপ্তাহে। গত ১১ সেপ্টেম্বর অর্থাৎ অভিনেত্রীর হাজিরার দাওয়ার আগেরদিন। রাকেশকেও হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেদিন যায়নি।
গতবার অভিনেত্রী ইডি -এর দফতরে হাজিরা দাওয়ার আগে জানিয়েছিলেন যে তার কাছে সমস্ত নথি জোগাড় হয়নি। যা নথি অভিনেত্রী দেখিয়েছিলেন তা তে সন্তুষ্ট হয়নি ইডি। তাই সব নথি জোগাড় করে অবিলম্বে ইডির দফতরে জমা দিতে বলে।
এই প্রতারণার মামলায় নাম জড়িয়েছে আর এক অভিনেত্রীর - রূপলেখা মিত্রর।
Comments