আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান ফুটবল লীগ। যুবভারতী স্টেডিয়ামে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস ভার্সেস পাঞ্জাব ফুটবল ক্লাব। কলকাতার অপর একটি দল ইস্টবেঙ্গল নামছে আগামী ২৫ শে সেপ্টেম্বর জামশেদপুর-এর বিরুদ্ধে।
এই বছর ম্যাচগুলির সময় নির্ধারিত হয়েছে ৫-৩০ টা ও ৮টা থেকে। তা দেখার জন্যে মাঠে আসা দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা গিয়েছে বাড়ি ফেরা নিয়ে। কারণ ৮টা থেকে খেলা শুরু হলে খেলা শেষ হবে প্রায় ১০টা।
সেক্ষেত্রে সল্টলেক থেকে সমর্থকদের বাড়ি ফিরবার জন্যে যানবাহন পেতে অসুবিধায় পড়তে পারেন। তাই, অতিরিক্ত সময় মেট্রো চালানোর জন্য দুই দলের কর্তারা মেট্রো কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।
আজ দুপুরে তারা জানান সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদার উদ্দেশ্যে দুটি বেশি মেট্রো চালানো হবে সমর্থকদের জন্য , একটি দশটা এবং অপরটি দশটা দশ। মেট্রো দুটি যথাক্রমে দশটা সাত এবং দশটা সতেরো নাগাদ শিয়ালদা স্টেশনে পৌঁছাবে। এভাবেই সমর্থকদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
কিন্তু প্রশ্ন এখনও থেকেই যাচ্ছে। আটটা থেকে খেলা শুরু হলে খেলা শেষ হবে প্রায় দশটায়। সে ক্ষেত্রে এই দুটি সময়ের মেট্রো ঠিক কতটা সাহায্য করবে সমর্থকদের?
আজকের খেলা :-
ওড়িশা ভার্সেস চেন্নাই- ৩:৩০ পি এম- কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর
মোহনবাগান ভার্সেস পাঞ্জাব, ৮:০০ পি এম - যুবভারতী ক্রীড়াঙ্গন , কলকাতা
Comments