সিএফএলে ঘরের মাঠে খিদিরপুর কে ১০-১ গোলে হারালো ইস্টবেঙ্গল। রয়েছে বিষ্ণু-র ৪ গোল সহ একটি হ্যাটট্রিক। অপর হ্যাটট্রিক টি করেছেন মনোতোষ। খেলা শুরুর ৬ মিনিট এর মাথায় ফ্রি কিক থেকে বিষ্ণুর করা গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। পরবর্তী গোলটি আসে ১০ মিনিটে। দ্বিতীয় এবং তৃতীয় গোলটি আছে ১০ এবং ৩৮ মিনিটে। ৪১ মিনিটে ম্যাচের চতুর্থ গোলটি করেন মনোজিৎ। অপরদিকে, খিদিরপুরের প্রদীপ ৪৩ মিনিটে ইস্টবেঙ্গলের গোল বক্সে বল ঢোকাতে সক্ষম হয়।৪৫ এবং দুই মিনিটের অতিরিক্ত সময়তে মনোজিতের জোড়া গোল তাকে হ্যাটট্রিকের শিরোপা এনে দেয়। সেকেন্ড হাফের খেলা শুরু হতেই ৫১ মিনিটের মাথায় বিষ্ণু তার ম্যাচের চতুর্থ গোলটি করে। দুরন্ত গতিকে কাজে লাগিয়ে ম্যাচের বাকি তিনটি গোল করেন জেসিন এবং ভি পি সুহের। ইস্টবেঙ্গল খেলোয়াড়দের গতির কাছে বারবার মুখ থুবড়ে পড়েছে খিদিরপুরের রক্ষণভাগ। তবে এই জয় ইস্টবেঙ্গলের তরুণ তুর্কীদের বাড়তি উদ্দীপনা জাগাবে। মোহনবাগানের কাছে হারের পর প্লেয়ারদের মনবল চাঙ্গা করবে এই জয়।
top of page
‘কোনও দেশেই আশ্রয় চাননি মা’, দাবি হাসিনার ছেলে জয়ের
সোমবারই ঢাকা ছেড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন দিল্লির সেফ হাউসে।
হাসিনার পতনের পরই বাংলাদেশে ফিরছেন বিএনপি-র বহু নেতা, বুধে সমাবেশের ডাক
বহু যুদ্ধপরাধী, মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত অপরাধীদের পরিবারও সে দেশে ফিরতে শুরু করেছে বলে সূত্রের খবর। বুধবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
বোনের খুনের বিচার চাইতে দুর্গাপুর থেকে সাইকেলে কলকাতায় পাড়ি দাদার, ভরসা রাজ্যপাল
পুলিশ-প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুবিচারের আর্জি জানায় পরিবার। এখনও অধরা প্রসেনজিতের বোনের স্বামী।
bottom of page
留言