top of page

পূর্ব হিমালয়ে ভূমিকম্প, রেশ অনুভূত হল উত্তরবঙ্গে


আজ ২রা অক্টোবর, সোমবার, সন্ধ্যা ৬.১৫-য় নেপাল, ভুটান, চীন বাংলাদেশ এবং ভারতে বিভিন্ন মাত্রায় ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাত্রা কিছু কিছু জায়গায় ৫.৩ রিখটার স্কেল।


যতদূর জানা যাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু মেঘালয়ের রেসুবেলপাড়ার আশপাশে কোনো অঞ্চলে। স্বাভাবিকভাবেই, অসমে এই কম্পন যথেষ্ট জোরদার হয়। তবে হতাহতের কোনো খবর এখনও মেলেনি।


পশ্চিমবঙ্গের কোচবিহার, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, শীতল্কুচি থেকে শুরু করে জলপাইগুড়ি, দুই দিনাজপুর জেলা এবং মালদাতেও এই ভূমিকম্পের রেশ ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ধরেই এই ভূমিকম্প চলে।


জেলাবাসীর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর খবর পাওয়া যাচ্ছে।

Comments


bottom of page