ফের ভূমিকম্প নেপালে। শুক্রবার গভীর রাতে কেঁপে উঠল নেপালের জাজারকোটের রামিডান্ডা। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ১২০। আহত ১০০ ছাড়িয়েছে। রিখটার ভূমিকম্পের স্কেলের মাত্রা ছিল ৬.৪। ভূপৃষ্ঠের থেকে ১০ কিমি নিচে সৃষ্ট এই ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে দিল্লির মাটিও। শুধু দিল্লি নয় অযোধ্যা, লখনউ,বিহার সহ উত্তর ভারতের অনেক অংশেই এই কম্পন অনুভূত হয়েছিল এবং বেশ কিছুক্ষণ ধরে।
শুক্রবার রাতে কম্পন অনুভব করার পরে নেপালের বহু এলাকার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। দেয়ালে চওড়া চওড়া ফাটল ধরতে থাকে। হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। দুমড়ে-মুচড়ে গিয়েছে রাস্তা। সেই ধ্বংসস্তূপের মধ্যেই চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকেরই। চারিদিকে ধ্বংসলীলার ছবি। ধ্বংসস্তূপ গুলোর নিচে চাপা পড়ে রয়েছে অনেকেই। মধ্যরাতে ভূমিকম্প হওয়ায় বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়েছিলেন। অনেকে ঘর বাড়ি থেকে বেরতেও পারেনি। সেই কারণে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা। জাজার কোর্টের পুলিশ আধিকারিক সন্তোষ রোক্কা বলেন, "বহু বাড়ি ভেঙে পড়েছে লোকজন তাদের বাড়ি থেকে ছুটে বেরিয়ে এসেছে। আমি আতঙ্কিত বাসিন্দাদের ভিড়ে দাঁড়িয়ে আছি। আমরা ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি। "
২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পের পর আবারও কাঁপল নেপালের জমি। নেপালের ভূমিকম্পের তাণ্ডবে মানুষ মারা গিয়েছিল ৯ হাজার। ২০১৫ সালের ঘটনায় কেঁপে কেঁপে ওঠে নেপালের বিস্তীর্ণ এলাকার মাটি। ২০১৫ সালের সেই ভূমিকম্পে মারা যায় প্রায় ৯ হাজার মানুষ এবং আহত হয়েছে প্রায় ২২ হাজার মানুষ। সেই ভূমিকম্পের ভয়াবহ পরিস্থিতি এখনো সকলের স্মৃতিতে তাজা। তারই মধ্যে শুক্রবার রাতের ভূমিকম্প সেই স্মৃতি আবার খানিকটা উস্কে দিল।
শুক্রবার রাত ১২ টায় ভূমিকম্প হওয়ায় ক্ষতি পরিমাণ প্রাণহানি পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা। নেপাল ভূমিকম্পের বেশ কয়েকটি ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। লোকজন পালাও পালাও বলে চিৎকার করে ছোটাছুটি করছে। দেখা গিয়েছে সেই ছবি ভিডিওতে। এই সময় বহু পর্যটক ঘুরতে যান নেপালে, বেশিরভাগই ভারতের। তাঁদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা চলছে। বিশ্বের ১১তম ভূমিকম্প প্রবণ দেশ নেপাল। সারা বছরই এই দেশ ভূমিকম্পের ঝুঁকির মুখেই থাকে। গত এক মাসের মধ্যেই নেপালের মাটির তিন বার কেঁপে উঠেছে এই ভূমিকম্পের জন্য। গত ২২ অক্টোবর কেঁপে উঠেছিল নেপালের রাজধানী কাঠমান্ডু। তার ঠিক দুদিন পর আবারও ভূমিকম্প হয় নেপালে। তিন অক্টোবরও ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। পরপর তিনবার নেপালে ভূমিকম্প হয়। সে কম্পন অনুভূত হয়েছিল উত্তরাখণ্ডের বেশ কিছু অংশে চন্ডিগড় জয়পুরেও। আরও খবর আসছে, নেপাল ভূমিকম্পের সব খবর জানতে চোখ রাখুন WTN পেজে।
Comments