ঢাকে কাটি পড়তে আর মাত্র ২৭ দিন। কলকাতা মুড়তে শুরু করেছে ব্যানারে। জোর কদমে চলছেমন্ডপ তৈরির কাজ। তাল মিলিয়ে চলছে বাঙালির শপিং। সবমিলিয়ে হৈ হৈ করে চলছে পুজোর প্রস্তুতি।
ষষ্ঠী থেকে দশমী কোন দিন কোন পোশাক? কোন গয়না? কি মেকআপ করবেন? এসব নিয়ে মেতে থাকতে থাকতে, ত্বকের যত্নটাই আলাদা করে নেওয়া হয় না। কাজের ব্যস্ততায়, পার্লার যাওয়ারও সময় উপরে উঠতে পারছেন না? চিন্তা নেই। রইলো চটজলদি ত্বকের জেলা বাড়ানোর জন্য ফেসপ্যাক।
কফি এবং দুধের ফেসপ্যাক
স্ক্রাবার হিসেবে কফির বিকল্প নেই। অন্যদিকে দুধ ত্বকে পুষ্টি যোগায়। তাই কফি এবং দুধ মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ত্বকের বলি রেখা কমে।
আলু বেসন এবং অ্যালোভেরা জেল
ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া উপশম আলু। ত্বকের হাজারো সমস্যার একমাত্র সলিউশন অ্যালোভেরা জেল। যা ত্বকের আদ্রতা ধরে রাখতেও সাহায্য করে। আলুর খোসা ছাড়িয়ে পেস্ট করে, তার সঙ্গে মিশিনির অ্যালোভেরা জেল এবং দু টেবিল চামচ বেসন। এরপর সামান্য জল মিশিয়ে মিনিট দশেক মুখে লাগিয়ে রেখেয় ঠান্ডা জলে ধুয়ে নিন।
বেসন এবং হলুদের ফেসপ্যাক
দু চামচ বেসনের সঙ্গে এক চামচ হলুদ গুড়ো, এক চামচ দুধ ও গোলাপজল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। কুড়ি মিনিট মুখে লাগিয়ে ঠান্ডা দিয়ে ধুয়ে নিন। হলুদের আন্টিঅক্সিডেন্ট দাগছোপ হালকা করে। ডেট সেল এবং ব্ল্যাকহেডস দূর করতেও বেসনের জুড়ি মেলা ভার। তাই মুসলিম ও জেলা তার পেতে অবশ্যই ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাক।
Comments