top of page

শুরু হবে 'দুর্গাভারত সম্মান', আবার টক্কর মমতা-আনন্দ বোসের


এই বছর রাজ্যপাল সিভি আনন্দ বোস যোগ দিচ্ছেন দুর্গাভারত সম্মানে। তবে এই উপলক্ষ বাংলার দুর্গাপুজো হলেও এই সম্মান শুধু বঙ্গবাসীদের জন্য সীমিত নয়। গোটা দেশের যে কোনও রাজ্যের কৃতীরা এই সম্মান পেতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু 'বিশ্ব বাংলা শারদ সম্মান’ নয় দূর্গা পুজো শেষ পূজো কার্নিভাল ও আয়োজন করেন।


এইবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জানিয়েছেন এবার তিনিও যারা সফল হবেন তাদেরকে পুরস্কৃত করবেন। এর নাম দেওয়া হবে 'দুর্গাভারত সম্মান’। বুধবার রাজভবনের তরফে একটি বিবরণ প্রকাশ করে হয়েছে,ওই সম্মান জানানোর কথাই ঘোষণা করা হয়েছে। এর পরেই প্রশ্ন উঠছে, তবে কি উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ের পর

তবে কি এবার রাজ্যের সঙ্গে ‘টক্কর’ বাঁধবে রাজভবনের?


তবে প্রশ্ন রাজ্যপাল এই সম্মান জানালেও তা কি শুধুমাত্র বঙ্গবাসীর জন্য ? গোটা দেশ থেকে এ জন্য মনোনয়নপত্র সাক্ষাৎ করবে রাজভবন থেকে। শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান থেকে শুরু করে গবেষণা, তথ্যপ্রযুক্তি, সমাজসেবা, বাণিজ্য, চিকিৎসা— যে কোনও ধরনের শিল্প এবং অন্যান্য ক্ষেত্রের কৃতজ্ঞতা পুরস্কারের জন্য নির্বাচিত হবে।


অনেক বছর আগেই মুখ্যমন্ত্রী মমতা নিজের বিশ্ব বাংলা-ব্র্যান্ডের ভাবনা ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন। তিনি মনে করেন, দুর্গাপুজোকে কেন্দ্র করে মার্কেটিং, ব্যবসা, কত শিল্প, কত স্রষ্টা, কত ভাষা, কত দিশা, কত ভাবনার জন্ম হয়ে। সেই ভাবনা থেকেই তাঁর সরকার ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দেয়। পরে রাজ্য সরকার শুরু হয়েছে ‘দুর্গাপুজো কার্নিভাল’। ২০২১ সালে ইউনেস্কোরও স্বীকৃতি পায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ওই বছরেই ঘোষনা হয় ফ্রান্সের প্যারিসে আয়োজিত ইন্টারগভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে ‘কলকাতার দুর্গাপুজো’, ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’র তালিকায় স্থান দেওয়া হয়েছে।


তবে এবছর রাজভবনের তরফে দুর্গাপুজো নিয়ে এমন ভাবনা ঘটেনি কখনোই। যে বিবরণ দেওয়া হয়েছে, রাজভবনের তরফ প্রকাশ্যে এসেছে, সেখানে পুরস্কারের কথা বিশদে জানানোর পাশাপাশি একটি ইমেল আইডির কথাও লেখা হয়েছে। ওই ঠিকানায় মেল করে সেপ্টেম্বরের মধ্যেই জমা দিতে হবে কৃতজ্ঞতা নাম-সহ মনোনয়নে।বাঙালির দুর্গাপুজাই সব থেকে বড় উৎসব। সারা বছর অপেক্ষায় থাকে মানুষেরা।


তিন ভাগে ভাগ করেছে রাজভবন থেকে দুর্গাভারত সম্মান’কে


প্রথমে দুর্গাভারত পরম সম্মানের জন্য এক লক্ষ টাকা পুরস্কার ধার্য্য করা হচ্ছে প্রাপককে। দ্বিতীয়বার দুর্গাভারত সম্মানে প্রাপক ৫০ হাজার টাকা পুরস্কার ধার্য্য করা হয়ছে প্রাপকদের।তৃতীয়বার দুর্গাভারত সম্মানে ২৫ হাজার টাকা পাবে মনোনীত পুরস্কার প্রাপক।


এবার তালিকায় যারা অংশগ্রহণ করতে পারবে

১. সাংবাদিকতা, শিক্ষকতা, প্রকাশনা।

২.খেলাধুলো

৩. বিজ্ঞান সংক্রান্ত গবেষণা

৪. পাবলিক অফেন্স

৫.শিল্পকলা: গান, ছবি আঁকা, সিনেমা, থিয়েটার, ৬.লোকশিল্প, ইত্যাদি যে কোনও শিল্প।

এছাড়াও উপরিকথিত যারা থাকবেন তারাও এই সম্মানে অংশগ্রহণ করতে পারবে।ভারতীয় সংস্কৃতির প্রচারে ভাল কাজ করেছেন, মানবাধিকার রক্ষা, বন্যপ্রাণ সংরক্ষণে ভাল কাজ করেছেন, তাঁরাও অংশগ্রহণ করতে পারেন এই সম্মানের জন্য।


আগামী শনিবার ৩০শে সেপ্টেম্বরের মধ্যেই এই সমস্ত বিভাগে মনোনয়ন জমা নেওয়া হবে। ঠিক তিন দিন পর থেকেই শুরু হবে। যে ইমেলে এই মনোনয়ন পাঠানো যাবে— durgabharatawards@gmail.com।

コメント


bottom of page