মালিকের গাড়ি চেয়ে না পাওয়ার জেরে খুন, গ্রেফতার অভিযুক্ত । দীঘা ঘুরতে যাবেন বলে মালিকের বিলাসবহুল গাড়িটি চেয়েছিলেন, পাননি, এবং তার জেরেই মাথায় আঘাত করে খুন।
শুক্রবার রাতে এমনই অমানুষিক ঘটনার সাক্ষী থাকলো দমদম নাগেরবাজার-এর নয়াপট্টি এলাকা। অভিযুক্ত গাড়িচালক সৌরভ মন্ডল(২৭) ওরফে পঞ্চাননকে শুক্রবার রাতে তার মালিক কল্যাণ ভট্টাচার্যকে খুন করার অভিযোগে গ্রেফতার করেছে ব্যারাকপুর থানার পুলিশ। অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে।
ময়নাতদন্তের প্রাথমিক সূত্রে দাবি, মাথায় ভারি কিছু আঘাতেই মৃত্যু হয়েছে কল্যাণ বাবুর। ঘটনার পর তার গাড়ি এবং কুকুরের খোঁজ মিলছিলোনা। কল্যাণ বাবুর দেহ উদ্ধারের পর পরিজনরা খুন এবং চুরির মামলা রিজু করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, গত তিন মাস আগে গাড়ি চালকের বিজ্ঞাপন দেখে সৌরভ, কল্যাণ বাবুর কাছে আসেন, এবং কাজে যোগ দেন। গত ১৫ ই সেপ্টেম্বর সৌরভ দীঘা যাবেন বলে সেই বিলাসবহুল গাড়িটি চান কিন্তু বৃদ্ধ কল্যাণবাবু সেটি দিতে রাজি হননি দুজনের মধ্যে বচসাবাদের এবং ঘটনা হাতাহাতিতে পৌঁছয়। ঠেলাঠেলির জেরে কল্যাণবাবু দেওয়ালে মাথায় আঘাত পান এবং পরে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করা হয়। তবে মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছিল নাকি তা খতিয়ে দেখছে পুলিশ।
Comments