top of page

মথুরায় ট্রেনের থ্রটলের ওপর ব্যাগ রেখে ফোনে 'মত্ত 'ট্রেন চালক! বরখাস্ত লোকো পাইলট সহ চার স্টাফ


মথুরায় ট্রেনের থ্রটলের ওপর ব্যাগ রেখে ফোনে ব্যস্ত 'মত্ত 'ট্রেন চালক! বরখাস্ত লোকো পাইলট সহ চার টেকনিক্যাল স্টাফ।


ট্রেনের থ্রটলের উপর ব্যাগ নামিয়ে রাখে ফোনে ব্যস্ত হয়ে পড়েন চালক। সাথে তিনি মত্ত অবস্থায়ও ছিলো বলে জানা যায়।


ট্রেনটি চলতে শুরু করলেও কোনো ভ্রুক্ষেপ ছিল না চালক। তার পর ট্রেনটি লাইন ছেড়ে সটান উঠে পড়ে প্ল্যাটফর্মে।


মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী থাকল মথুরা স্টেশনের যাত্রীরা। তবে মথুরা স্টেশনই ট্রেনটি যাওয়ার লাস্ট ষ্টেশন হওয়ায় ট্রেন খালি ছিলো।


ট্রেন চালক ট্রেন থামিয়ে অন্য চালককে কাজ বুঝিয়ে চলে যান। তিনি নামতেই হঠাৎ ট্রেনটি চলতে শুরু করে । তার পরই ট্রেনটি সটান প্ল্যাটফর্মের উপর উঠে পড়ে। উত্তরপ্রদেশের মথুরা স্টেশনে তখন আতঙ্কে ছোটাছুটি করছেন যাত্রীরা। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।


প্ল্যাটফর্ম ভেঙে গুঁড়িয়ে কয়েক ফুট উঁচুতে উঠে গিয়েছিল ট্রেন। ট্রেনটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্য চালককে দায়িত্ব বুঝিয়ে দেন। দ্বিতীয় চালক ট্রেনে ওঠেন। বেখেয়ালে ট্রেনের থ্রটলের উপর নিজের ব্যাগ নামিয়ে রাখেন। তার পর চালকের আসনে বসে ফোনে ব্যস্ত হয়ে পড়েন। আচমকাই ট্রেনটি চলতে শুরু করে এবং প্ল্যাটফর্মে উঠে পড়ে।


অভিযুক্ত চালকের নাম সচিন। এই ঘটনায় ওই ট্রেনের লোকো পাইলট এবং চার টেকনিক্যাল স্টাফকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন বলেও জানা গিয়েছে ।


মথুরার রেলওয়ে স্টেশন ডিরেক্টর সঞ্জীব শ্রীবাস্তব জানিয়েছেন, মোট পাঁচ জনকে সাসপেন্ড করা হয়েছে। তাঁরা মত্ত অবস্থায় ছিলেন । তিনি জানিয়েছেন, গোটা ঘটনাটার তদন্ত চলছে।


প্রাথমিক রিপোর্ট এ সচিন দাবি করেছেন ট্রেনটি নিজে থেকেই হটাৎ চলতে শুরু করেছিল। আপৎকালীন ব্রেক কষে থামানোর চেষ্টা করলেও তত ক্ষণে ট্রেন রেললাইন ছেড়ে প্ল্যাটফর্মে উটে গিয়েছিল। সচিনের আরও দাবি, ট্রেনের থ্রটল সামনে দিকে ঠেলা ছিলএবং চাবিও লাগানো ছিল। এই ঘটনার জন্য তিনি প্রথম লোকো পাইলটকেই দায়ী করেছেন।


সচিনের অভিযোগ, লোকো পাইলট ট্রেন চালানোর যন্ত্র চালু রেখেছিলেন। যদিও সেই লোকো পাইলট পাল্টা দাবি করেছেন যে, ট্রেন চালানেোর থ্রটল লক করে চাবি সচিনের হাতে দিয়ে গিয়েছিলেন।


পুরো বিষয়টির তদন্ত চলছে।

Comments


bottom of page