top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

অন্যরকম পুজো! আলিপুরদুয়ারে এমন পুজো দেখে চমকে উঠবেন আপনিও



সোমবার ডুয়ার্সের আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের জলদাপাড়া ইস্ট রেঞ্জ ও ওয়েস্ট রেঞ্জের অফিসের বলরাম, সুন্দর, মৈনাক, শ্রীনিবাস, পুতুল, বৈশাখী নামে হাতিদের মালা পরিয়ে, সাজিয়ে পুজো করলেন মাহুত ও বনকর্মীরা।


প্রতিবছরই বিশ্বকর্মা পূজার দিন ডুয়ার্সের জলদাপাড়ায় হাতিকেও পুজো দিয়ে থাকেন। সেই পুজো দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় জমান।

পুজো উপলক্ষে সোমবার সকাল থেকেই জলদাপাড়ায় কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে। কুনকি হাতিগুলিকে প্রথমে নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নকশা এঁকে সাজানো হয়।


এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। এরপর নিয়ে আসা হয় পুজো মণ্ডপে। শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে চলে পুজো। পুরোহিত সমস্ত নিয়মনীতি মেনে, মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন।


আর এই হাতি পুজো দেখতে অনেকেই ভিড় জমেছিলো অভয়ারণ্যগুলিতে। পর্যটকদের পপাশাপাশি আশেপাশে গ্রামের মানুষজনও প্রতিবছর এই বিশেষ দিনটিতে হাতি পুজো দেখতে চলে আসেন জলদাপাড়ায়। তাঁদের ভিড়ে রীতিমতো জমজমাট হয়ে ওঠে।

Comments


bottom of page