সল্টলেক পূর্বাচল আবাসনের বাসিন্দা জুঁই চক্রবর্তী মঙ্গলবার দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, দুজন যুবক, দত্তাবাদের বাসিন্দা, মদ্যপ অবস্থায় তাঁর বিরুদ্ধে কটূক্তি করেন। তিনি প্রতিবাদ করায় তাকে মারধর করে মদ্যপ যুবকেরা।
১৭ সেপ্টেম্বর রাত ১১:৩০ টার সময় পাড়ার রাস্তার প্রাণীগুলোকে খাওয়াতে বেড়ান জুঁই চক্রবর্তী। সেই সময় দুটি যুবক তাঁর উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করে। তা শুনে অভিযোগকারিনী প্রতিবাদ করেন। প্রতিবাদ করলে তাঁকে মারধর করে ওই দুই মদ্যপ যুবক।
সেই সময়ে আশপাশে কিছু লোক থাকলেও তারা কোনো প্রতিবাদ করেনি।বাড়ির পাশে ঘটনাটি হওয়ার কারণে বাড়ির লোকজন দৌড়ে বেরিয়ে আসে কিন্তু একজন যুবক দত্তাবাদের দিকে পালিয়ে যায়। অপর একজন যুবক বাইক নিয়ে অন্য দিক দিয়ে পালিয়ে যায়।
প্রহৃত মহিলা এর পর হসপিটালে গেলে সেখান থেকে একটা মেডিকেল পরীক্ষা করান। সেই সময়ে অসুস্থতার কারণে সেই সময় থানায়অভিযোগ করতে পারেননি। তবে গতকাল, ১৯শে সেপ্টেম্বর তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে এখন তদন্ত করছে পুলিশ।
Comments