top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

সারমেয়কে পিটিয়ে খুন, উত্তেজনা বানারহাটে



ফের অমানবিকতার ছবি ডুয়ার্সের বানারহাটে। পাগল হয়েছে বলে সারমেয়কে নির্মম ভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বানারহাট ব্লকের চানাডিপা এলাকায়।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল সন্ধ্যায় একজন শিশু ও একজন বৃদ্ধকে কামড়ায় একটি কুকুর। তবে ঠিক কোন কুকুর কামড়েছে পরিষ্কারভাবে কিন্তু অনেকেই জানতেন না। মঙ্গলবার একটি সারমেয় চিহ্নিত করে, তাকেই পিটিয়ে নির্মম ভাবে হত্যা করার অভিযান শুরু হয়। সকাল থেকেই শুরু হয় সেই বর্বর পরিকল্পনা।


প্রথমে লাঠি-সোটা, ইট, পাটকেল দিয়ে এক দফা হামলা চালানো সারমেয়টির উপর। প্রাণ বাঁচাতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায় সে। শেষ পর্যন্ত একটি ওষুধের দোকানে গিয়ে আশ্রয়ও নেয়। কিন্তু সেখান থেকেও তাকে বাঁশ ও লাঠি দিয়ে আঘাত করে বের করা হয়। শোনা যায় যন্ত্রণার আর্তনাদ। চলে নির্মম অত্যাচার।


এরপরই তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে এই অভিযোগ। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করে এলাকার কিছু মানুষ। যাকে ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে এলাকায়।


এলাকাবাসীর অভিযোগ, যদি সারমেয়টি পাগল হয়ে থাকতো, তাহলে পশু চিকিৎসক ডেকে তাকে চিহ্নিত করা উচিত ছিল। কিন্তু নির্মম এই হত্যার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে এলাকার মানুষের ভূমিকা।


প্রশ্ন তুলছে পরিবেশ প্রেমীরাও। অভিযোগ, কুকুরটি পাগল কিনা সঠিকভাবে কেউ জানেই না। চিকিৎসকও ডাকেনি। তার আগেই এভাবে মেরে ফেলা হলো নির্মম ভাবে। গোটা ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানাবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।।


Comments


bottom of page