রবিবার সকালে সল্টলেকের মিউনিসিপাল স্কুলের সামনে এবং বিধাননগর পৌর নিগমের সামনে ব্লিচিং ছড়িয়ে এবং জঞ্জাল পরিষ্কার করে ডেঙ্গির মশা নিধনের জন্য পথে নামলো বিজেপি।
বিধাননগর পৌর নিগমের ওপর ক্ষোভ উগড়ে দিলেন মন্ডল প্রেসিডেন্ট সঞ্জয় পয়রা। সঞ্জয় পয়রা জানালেন বিধাননগরের ডেঙ্গি পরিস্থিতি জনক উদ্বেগ ভয়াবহ। বিধাননগর পৌর নিগামে যে কটা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের ঘরে ঘরে জ্বর l জঞ্জাল ঠিক মতো সাফাই হচ্ছে না। বিভিন্ন জায়গায় জমা জল।
মন্ডল প্রেসিডেন্টের বক্তব্য ডেঙ্গি পরিস্থিতি সঠিক যে সঠিক পরিসংখ্যান, তা রাজ্য সরকার রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক মানুষের সামনে আনছেন না। ডেঙ্গি নিয়ে কেন্দ্রের কাছে যে রিপোর্ট দেওয়ার কথা সেটাও তারা আজ দেবো কাল দেবো করে তালবাহানা করছে।মানুষ মারা যাচ্ছে হাসপাতালে বেড নেই।
Comments