top of page

নিটে শূন্য পেলেও এবার ডাক্তারীতে পোস্টগ্রাজুয়েশন! নয়া নিয়ম স্বাস্থ্য মন্ত্রকের


NEET PG-2023-এর জন্য আবেদনকারি ডাক্তার প্রার্থীরা এখন শূন্য স্কোর থাকলেও নির্বিশেষে মেডিকেল এবং ডেন্টালে পোস্ট গ্রাজুয়েসনের জন্য আবেদন করতে পারবেন।এখন আর যোগ্যতা দেখে স্বাস্থ্যবিজ্ঞানে পোস্টগ্রাজুয়েশানের পড়তে হবেনা। এই পরিবর্তনের কারণ সরকারি ও বেসরকারি উভয় কলেজেই বিপুল সংখ্যায় সিট খালি। ভর্তি চলছে।


চেন্নাই - কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে মেডিকেল কাউন্সেলিং কমিটি বুধবার বলেছেন যে সমস্ত প্রার্থী যারা NEET PG-2023-এর জন্য উপস্থিত হয়েছেন তারা শূন্য স্কোর বা নেগেটিভ নম্বর পেলেও সারা দেশে ছাত্র ছাত্রীদের মেডিকেল এবং ডেন্টাল আসনের জন্য আবেদন করার যোগ্য।


অনেকেই এই সিদ্ধান্তে খুশি, তবে যে সকল ছাত্র মেরিট আছে তারা অনেক ভাবেই পিছিয়ে পড়ছে । জনগণ ডাক্তারদের ভগবান ভাবতো সেই ভাবনা তাহলে এবার বদলে যাবে?



Comentarios


bottom of page