top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

অফলাইন নয়, স্বচ্ছতা বজায় রাখতে অনলাইন ভর্তির সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের


বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলছে ডিএলএড কলেজে ভর্তি প্রক্রিয়ার মামলা। ওই মামলার শুনানিতে রাজ্যের তরফে পর্ষদের আইনজীবী আদালতকে জানান, এবারে ভর্তির সমস্তটাই হবে অনলাইনে। তাহলে একটা রেকর্ড থাকবে। সেই নথি সংরক্ষণ করা যাবে। অফলাইনে হলে হার্ড কপি মিসিং হয়ে যাওয়ার ঝুঁকি থাকত। অনলাইনে সবটাই সংরক্ষিত থাকবে। এই কারণেই এমন সিদ্ধান্ত।


স্বচ্ছতা রাখতে রাজ্যের সমস্ত ডিএলএইড কলেজে অনলাইন ভর্তির সিন্ধান্ত নেওয়া হয়েছে। আজ ২০শে সেপ্টেম্বর, বুধবার, কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে এই নতুন পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের।


রাজ্যের সব ডিএলএড কলেজে চলতি ২০২৩ বর্ষ থেকেই বন্ধ হতে চলছে অফলাইন অ্যাডমিশন, জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।


৪৪ টি সরকারি এবং প্রায় ৬০০ র ওপর বেসরকারি ডিএলএড কলেজে কোনো অফলাইন অ্যাডমিশন হবে না, জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।


মেধাতালিকাও প্রকাশিত হবে অনলাইনে। দুর্নীতি, কারচুপি আটকাতে এই নয়া পদক্ষেপ বোর্ডের।

Comments


bottom of page