২৪-এর লোকসভা নির্বাচনে বাংলা যে বাড়তি গুরুত্ব পেতে পারে নিয়ে কোনও সংশয় নেই । একদিকে যখন বিরোধী জোটে প্রধানমন্ত্রী কে হতে পারে তাই নিয়ে জল্পনা চলছে, তখনই রাজনৈতিক মহলের একাংশের ধারণা বিরোধী শিবিরে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই মর্মে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন যদি বিষয়টা বাঙালী প্রধানমন্ত্রীরই হয় তাহলে তার নাম কেন নয় ? তিনিও বাঙালি। তিনি প্রধানমন্ত্রী হলে সবথেকে বেশী খুশি হবেন।
তবে রাজনৈতিক মহল মনে করছে এই মন্তব্যের পেছনে বিজেপির রণকৌশল লুকিয়ে রয়েছে। ২৪-এর ভোটে বাঙালি ফ্যাক্টরে অনেকটাই এগিয়ে তৃণমূল।
এই রাজ্যে তাদের শক্তি ২০১৯ এর লোকসভার পর অনেকটাই বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে উত্তরের মত শক্তঘাঁটিতেও বিজেপির শক্তি কমেছে । তাই ২৪ এর লোকসভার রণকৌশলে বিজেপি বাঙালি আবেগকেই হাতিয়ার করতে পারে।
আর সেই রণকৌশলের সঙ্গে দীলিপ ঘোষের মন্তব্য আরও জল্পনা বাড়াচ্চে। তাহলে কী বাঙালি আবেগকে হাতিয়ার করেই বাংলায় লোকসভার লড়াইয়ে নামতে চলেছে বিজেপি? প্রশ্ন রাজনৈতিক মহলে।
Comments