top of page

জাঁকিয়ে শীত রাজ্যে, কনকনে ঠান্ডায় গঙ্গাসাগরে পূন্যস্নান দিলীপ ঘোষের



জাঁকিয়ে শীত দুই বঙ্গেই। কলকাতাতেও হাওয়ায় কনকনে অনুভূতি মিলছে। কুয়াশার চাদরে ঢেকেছে জলপাইগুড়ি জেলা। দৃশ্যমান্যতা এতটাই কম যে গাড়ির হেডলাইটের পাশাপাশি নিষিদ্ধ ফগ লাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে গাড়ি। অ্যাক্সিডেন্টের ভয় তো লেগেই রয়েছে। রাত হোক বা দিন গাড়ি নিয়ে চলা দুঃসহায় হয়ে উঠেছে চালকদের । পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছে গাড়ি। এক ঘন্টা রাস্তা যেতে সময় লাগছে তিন ঘন্টা । আবহাওয়া দপ্তর সূত্রে খবর জলপাইগুড়ি জেলার সর্বনিম্ন তাপমাত্রা সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ ২৩ ডিগ্রি সেলসিয়াস


তবে এই কনকনে ঠান্ডার মধ্যে গঙ্গাসাগরে স্নান সেরে কপিল মুনির আশ্রমে পূজো দিলেন দিলীপ ঘোষ।গতকাল গঙ্গাসাগর মেলায় একাধিক কর্মসূচি নিয়ে যান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আজ সকালে কনকনে ঠান্ডার মধ্যে কয়েক হাজার পুর্নার্থীদের সঙ্গে স্নান করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এরপর তিনি কপিলমুনি মন্দিরে পুজো দেন।


কনকনে ঠান্ডায় জবুথবু জেলাবাসী।ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা খুবই কম যানবাহন চলাচল ক্ষেত্রে অসুবিধে হচ্ছে। গত দুদিন থেকে তাপমাত্রার পারদ নিম্নমুখী। বুধবার তাপমাত্রার পারদ এক ধাক্কায় নেমেছে অনেকটাই। আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রীর মধ্যে ঘোরাফেরা করছে। হাড় কাঁপানো শীত থেকে রেহাই পেতে মানুষের সম্বল আগুন। রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে গা গরম করছে সাধারণ মানুষ।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আরো কয়েকদিন চলবে শীতের দুর্দান্ত ব্যাটিং।তাপমাত্রার পারদ আরো নামার সম্ভাবনা।


Comments


bottom of page