top of page
Writer's pictureAfsana Nigar, WTN

উপ নির্বাচনের লিটমাস টেস্টের রং স্পষ্ট হবে আজ

গত ৫ই সেপ্টেম্বর যে লিটমাস টেস্ট হয়েছিল সেই উপনির্বাচনের ফলাফল আজ। আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপর রং ফুটে উঠবে লিটমাস পেপারে।



লোকসভা ভোটের আগে এই উপনির্বাচন সমস্ত রাজনৈতিক নেতাদের পক্ষে গুরুত্বপূর্ণ। গত ২৫ শে জুলাই দুপুরে ধূপগুড়ির বিধায়ক অসুস্থ হয় ও প্রাণ ত্যাগ করেন। তার ফলেই এই উপনির্বাচনের আড়ম্বর।


সাত রাজবংশী প্রার্থীর ভাগ্য নির্ধারণের পর্ব শুরু হয়ে গেছে, সূত্রে খবর। মোট ১০ টি দফায় হবে ভোট গণনা, প্রথম দফা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। প্রায় আড়াই লক্ষ লোকের মধ্যে ৭৮.১৯ শতাংশ ভোট পড়েছে ভোট কেন্দ্রে।

ভোটকেন্দ্রে সুরক্ষা ব্যবস্থার পর, আজ গণনা কেন্দ্রে থাকছে আরো কড়া সুরক্ষা ব্যবস্থা। পরপর দুইটি ধাপে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ যৌথভাবে নিরাপত্তার বেষ্টনী তৈরি করেছে । এছাড়াও চেকিং ছাড়া কাউকে প্রবেশ অনুমতি দিচ্ছেন না নিরাপত্তা রক্ষাকারীরা।


নিরাপত্তার কঠোর খেয়াল রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ঝঞ্ঝাপূর্ণ পঞ্চায়েত ভোটের পর শান্তিপূর্ণ উপনির্বাচন হলেও গণনা কেন্দ্রে কোন ঝুঁকি নেবেন না প্রশাসন।


আর কয়েক ঘণ্টার মধ্যে স্পষ্ট হবে, সার্বিকভাবে বেছে নেওয়া বিজেপি কি পদ্মফুল ফুটিয়ে রাখতে পারবে। নাকি এবার জোড়া ফুল ফুটবে ধুপগুড়িতে আর নাকি গদি ছিনিয়ে নেবে অন্য কোন রাজবংশী।


Comments


bottom of page