top of page

ধূপগুড়িতে অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে অভিযোগ বিজেপির

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

ধূপগুড়িতে বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ, অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে বিজেপি। 'বুথের দরজায় দাঁড়িয়ে কেন ভোটারদের স্লিপ দেখছিলেন রাজ্য পুলিশ কনস্টেবল? পুলিশ কনস্টেবলের এই ভূমিকার তীব্র আপত্তি জানান বিজেপি প্রার্থী তাপসী রায়। কমিশনের গাইডলাইন অনুযায়ী, রাজ্য পুলিশ শুধুমাত্র ভিড় নিয়ন্ত্রণ করবে, পরিচয়পত্র যাচাই করবে না। এরপরই বিজেপি প্রার্থীর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার যে ব্যবহার করলেন, তা অত্যন্ত আপত্তিকর। বিজেপি প্রার্থীর সঙ্গে একজন পুলিশ অফিসারের এই আচরণ অত্যন্ত বেমানান। অবিলম্বে ওই অতিরিক্ত পুলিশ সুপারকে ডিউটি থেকে সরিয়ে জেলার বাইরে পাঠানো হোক', অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে দাবি বিজেপির।



জুড়াপানি ভূতেরহাট প্রাথমিক বিদ্যালয়। বুথের দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাজ্য পুলিশের বিরুদ্ধে স্লিপের ইস্যুতে গুরুতর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী তাপসী রায় (BJP Candidate Tapasi Roy)। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ওই বিজেপি প্রার্থী। একাধিক জায়গায় বুথের ২০০ মিটারের মধ্যে পুলিশকে থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ। তবে শেষ অবধি পাওয়া খবরে, বিজেপি প্রার্থী তাপসী রায়ের অনুরোধে বুথের দরজা থেকে সরে দাঁড়াল পুলিশ।


Comments


bottom of page