top of page
Writer's pictureAfsana Nigar, WTN

নিরাপত্তার চাদরেই আঘাত বিজেপি প্রার্থী তাপসী রায়ের

ধূপগুড়িকে নিরাপত্তা চাদরে মুড়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, তবে কিছু বিচ্ছিন্ন তথ্য উঠে আসছে।

জোড়াপানিতে মোতায়েন করা হয়েছে ৬ জন নিরাপত্তা কর্মী যেখানে চারজন বুথের ভেতরে এবং দুজন বাইরে থেকে সমস্ত বিষয়টার দেখভাল করছে.


ইতোমধ্যে ঠিক সেখানেই তাপসী রায় বাকবিতর্কে জড়িয়ে পড়েন। অ্যাডিশনাল এসপি প্রার্থীকে রীতিমত আইনের পাঠ পড়াচ্ছেন তিনি। ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলাশাসকের থেকে রিপোর্ট চেয়েছে।


আজ সকাল ন'টা পর্যন্ত ধুপগুড়িতে ১৭.২৫ শতাংশ ভোট পড়ে গেছে এবং যথেষ্ট শান্তিপূর্ণভাবেই ভোটদান প্রক্রিয়া এগিয়ে যেতে দেখা যায়। ধুপগুড়ির বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ নির্বাচন প্রসঙ্গে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর উপরেই নির্ভর করতে পারে।


আগামী লোকসভা ভোটের নির্বাচন কমিশন বসার আগেই ধূপগুড়ির মাধ্যমে নিরাপত্তার 'অ্যাসিড টেস্ট' করে নিল নির্বাচন কমিশন। এই উপনির্বাচনের ভিত্তিতেই পরবর্তী ক্ষেত্রে তারা স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন। আশা করা হচ্ছে এই উপনির্বাচনের ধূপগুড়ি নজির সৃষ্টি করবে।


চা বাগান সংলগ্ন এলাকা বানারহাটে আগে পঞ্চায়েত নির্বাচনে তুমুল ঝামেলা হয়েছিল তবে এ বছর ততটাই শান্তিপূর্ণভাবে কোনোরকম ভিড় ছাড়াই ভোট সম্পন্ন হচ্ছে। এই অঞ্চলে সকাল ১০ টা পর্যন্ত প্রায় ২০ শতাংশ ভোট পড়ে গেছে কোন ঝঞ্ঝাট ছাড়াই।


পঞ্চায়েতের পর এই ভোট স্বস্তির। তবে স্বস্তির প্রশ্বাস গ্রহণ করবেন কোন 'রায়' তা এখনও পর্যন্ত অস্পষ্ট কারণ এই প্রতিবারের অপ্রত্যাশিত ফলাফলে আশাবাদী প্রত্যেকেই। কিন্তু তাপসী রায়ের বচসা 'প্রচারকৌশলীর' উদ্দেশ্যের দিকেই আঙুল তুলছে।


Comments


bottom of page