আপাতত ধূপগুড়িতে ভোটের হাওয়া গরম সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে হলেও বিজেপি প্রার্থী এবং সদ্য যোগ দেওয়া বিজেপি সমর্থকের অভিযোগের সূচি বেড়েই চলেছে। ভোট দিতে গিয়ে ইভিমের বোতামে হাত দিলে বুথের আলো আপ ডাউন করছে, একে তৃণমূলের চাটুকারিতা বলে সন্দেহ করছেন মিতালি রায়।
১৫/২০৩ নং ভোট গ্ৰহণ কেন্দ্রে ভোট দিতে গিয়ে এমন ঘটনা চাক্ষুষ করলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায়, প্রিজাইডিং অফিসারের কাছে কৈফিয়ৎ চান যে কেন তারা কোনরকম ব্যবস্থা করেননি। এবং পরবর্তী ক্ষেত্রে তিনি টর্চ দিয়ে ভোট দেন। তিনি এটাকে তৃণমূলের নতুন পলিসি হিসেবে দাবী করেন তিনি এও বলেন যে তারা ভোটে বিভ্রান্তি সৃষ্টি করার কৌশল করছে। তিনি কি নির্বাচন কমিশনকে দায়ী করছেন, তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন "ভালো বাল্ব লাগানো নির্বাচন কমিশনের দায়িত্ব নয় কারণ বিদ্যুৎ বিভাগ রাজ্য সরকারের আওতায় সুতরাং তার দায় স্টেট গভর্নমেন্টকে নিতে হবে" এমনটাই দাবি প্রাক্তন তৃণমূল বিধায়কের। এই ঘটনার সাক্ষী হওয়ার পর তিনি বলেন এবার তিনি সমস্ত বুথ চেক করতে বেরোবেন। তিনি ২০৩ নম্বর বুথ থেকে বেরিয়ে বলেন মানুষ যখন সিদ্ধান্ত নিলেন যে তারা পদ্মফুলে ভোট দেবেন তখনই আলোটা নিভে যাচ্ছে , তিনি এও বলেন তৃণমূলের এই চাটুকারী তার বিরুদ্ধে তিনি পদক্ষেপ নেবেন তিনি এবার কন্ট্রোল রুমে গিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানান।
ধূপগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক নিশ্চিত যে আগামী ৮ই সেপ্টেম্বর ফলাফল তাপসী রায়ের পক্ষেই হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যেহেতু সার্বিকভাবেই ধূপগুড়ির বাসিন্দা বিজেপিকে বেছে নিয়েছিল তাই উপনির্বাচনেও এমনটাই হবে বলে দাবি তার।
Comments