top of page
Writer's pictureAfsana Nigar, WTN

শান্তির পথে উল্টো হাওয়া, ধূপগুড়ি



শান্তিপূর্ণ ভোটের মাঝে উঠে আসছে একটি নাম 'তাপসী রায়'। বিজেপি প্রার্থী তাপসী রায়ের দাবী ভোটকেন্দ্রের ২০০ মিটার পর্যন্ত পুলিশ কর্মী থাকার অনুমতি নেই, সুতরাং রাজ্য পুলিশ আইনভঙ্গ করে বুথের মধ্যে চলাফেরা করছে।তাই তিনি বিভিন্ন ভোট কেন্দ্র থেকে রাজ্য পুলিশকে বের করে দেওয়ার চেষ্টা করে। এই অভিযোগ পাওয়ার পরেই জলপাইগুড়ির ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ওয়ানদেন ভুটিয়া ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিজেপি প্রার্থীকেই গাইডলাইন পড়ে দেখতে অনুরোধ করেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন,বিজেপি প্রার্থী তাপসী রায় এর ভ্রান্ত ধারণা ২০০ মিটারের মধ্যে কোন পুলিশকর্মী ভোট কেন্দ্রে থাকতে পারবে না, যেটা সঠিক নয় । এবং এই ভুল ধারনার ভিত্তিতে তিনি পুলিশের কাজে বাধা সৃষ্টি করতে পারেন না। একাধিক বুথ থেকে খবর পাওয়ার পর খোদ অতিরিক্ত পুলিশ সুপার হাজির হন এবং সৌজন্যের সাথে প্রার্থীকে আইন বোঝান।

তাপসি রায় দাবি করেন পুলিশ গেট আটকে দাঁড়িয়ে থাকার কারণে সে প্রতিবাদ করে। তবে তাপসী রায়ের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।



Comentarios


bottom of page