২০২৩ ধুপগুড়ি উপনির্বাচনের ঠিক দুইদিন আগে দল বদল করেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালী রায়। ধুপগুড়ি উপনির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরের দিনই তিনি দল ত্যাগ করেন। তবে দল বদলালেও ভাগ্য বদলালো না। বিজেপির টিকিটে দাঁড়িয়ে তাপসী রায়ের জয় অধরা। আর তারপরেই সোশাল মিডিয়াতে আক্রমণ শানিয়েছেন দেবাংশু ভ্ট্টাচার্য্য। মিতালী রায়ের নিজের ভোট কেন্দ্রে বিজেপির ফলাফল তুলে রিতীমত ব্যাঙ্গ দেবাংশুর। সেই পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল।
মিতালী রায় ৫ই সেপ্টেম্বর ১৫/ ২০৩ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন । ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে জানান "সাধারণ জনগণ সার্বিকভাবে বিজেপিকেই বেছে নিয়েছে সুতরাং বিজেপির জয় নিশ্চিত"। তারপর তিনি যোগ করেন "চক্রান্ত করে তৃণমূল ভোটে জিততে পারবে না"। তিনি জোর গলায় বলেন যে তাপসী রায় বিজয়ী হবেন।
২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়লাভ করেন মিতালী রায়। কিন্তু একুশে নির্বাচনের পর তৃণমূল কোনরকম যোগাযোগ করেনি মিতালীর সাথে। আর সেই ব্যক্তিগত আক্রোশ থেকে ২০২৩ উপ নির্বাচনের ঠিক ২ দিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন মিতালী। এই দল বদল কে ভিন্ন চোখেই দেখছিল রাজনৈতিক মহলের একাংশ।
গত ৮ই সেপ্টেম্বর,উপনির্বাচনের শংসাপত্র হাতে আসে । সেখানে বিপুল ভোটে জয়লাভ করে সবুজ শিবির। আর সেখানেই কটাক্ষ দেবাংশুর।সোশ্যাল মিডিয়াতে মিতালী রায়ের ২০৩ নম্বর বুথের ফলাফলের নথি শেয়ার করেন,দেবাংশু । তিনি এও যোগ করেন তৃণমূলের নেতা ভাঙিয়ে ভোটে জেতা সহজ কাজ নয়।
২০১৬ এর পর আবার তৃণমূলের ভাগ্য ফিরেছে ধুপগুড়িতে।
Yorumlar