top of page

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও অভিষেকের প্রস্তাবে চিরকাল রাজনীতি করতে চান অভিনেতা সাংসদ দেব


রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দেব। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও অভিষেকের প্রস্তাবে চিরকাল রাজনীতি করতে চান অভিনেতা সাংসদ দেব ।



তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে গত কয়েকদিন ধরে কার্যত তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেন, 'আমি খুব স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে এবার নির্বাচনে লড়ব না। বর্তমানে কেউ তাঁর বান্ধবীর জন্য, কেউ মেয়ের জন্য, কেউ স্ত্রীর জন্য, কেউ অন্য কারও জন্য রাজনীতি লড়ছেন। আমি দিদি-অভিষেক দুই জনকেই বললাম, গত ১০ বছরে এমন কোনও কাজ আমি করিনি যার জন্য দলের বদনাম হয়। সবার দায়িত্ব আমার নয় কিন্তু আমার নিজের দায়িত্বটা নেওয়া উচিত। আমি এও বলেছিলাম যে আমার চলে যাওয়ায় যদি দলের ক্ষতি হয়, তাহলে এবারে আমি দলের হয়ে প্রচারটা করে দেব। প্রত্যেকটা দলে এমন কর্মী থাকেন যাঁরা ২১-এ জুলাই যান, প্রত্যেক সভা মিছিলে যান, পতাকা নিয়ে আসেন, কিন্তু কোনও পদ পান না, সম্মান পান না। যাঁরা পদ পান, তাঁদের টিভিতে দেখেন। দিদিকে বলেছিলাম আমি দলের তেমনই একজন কর্মী হয়ে থাকতে চাই। দলের কাজে আমায় যেভাবে লাগানো যায়, সব করতে আমি রাজি।'


পরে তার মত বদলানোর কারণ হিসেবে তিনি জানান, 'অভিষেক আর দিদি আমায় এমন একটা প্রস্তাব দেন যার ফলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে দু-বার ভাবি। ঘাটালের মানুষের জন্য, তাদের স্বপ্নপূরণ কথার জন্য আমায় এমন কিছু কথা ওঁরা বললেন, যার জন্য আমার মনে হল, এটার জন্য আমি চিরকাল রাজনীতি করতে চাই। ঘাটালে ৭০ বছরের স্বপ্ন রাজ্য সরকারের হাত ধরে, দিদির হাত ধরে হয়তো পূরণ হতে চলেছে। ঘাটাল মাস্টারপ্ল্যান যে কতটা জরুরি সেটা কলকাতায় থেকে মানুষ হয়তো বুঝবেন না। আমার শেষ বক্তব্যেও ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা ছিল। সেই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল। আশা করি সামনের টার্মে ঘাটাল মাস্টারপ্ল্যানটা সম্ভব হতে পারে। সেটা পূরণ করার জন্যই আবার ঘাটাল থেকে দাঁড়াব। কেন্দ্রীয় সরকার করলে, সেটাও খুব ভাল।'

Comments


bottom of page