top of page

বন্যায় বিধস্ত লিবিয়ার শহর, মৃত ৫০০০ বেশি

লিবিয়ার দেরনা শহরে বন্যায় ভহায়াবহ অবস্থা। ধ্বংসস্তুপ হয় রয়েছে। ৫০০০ জনেরও বেশি লোক মারা গিয়েছে। আরও হাজার হাজার মানুষ নিখোঁজ। লিবিয়ার বিভিন্ন কর্মকর্তা এবং সাহায্য গোষ্ঠীর অনুমান এই সংখ্যা আরও বাড়তে পারে।



লিবিয়ার কর্তৃপক্ষরা জানিয়েছেন, দেরনার উপরের দুটি বাঁধ ফেটে যাওয়ার ৯০ মিনিট বা তারও বেশি সময়ের মধ্যে ধ্বংস ও প্রাণহানির ঘটনা ঘটেছে। বন্যার জল শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পুরো এলাকা, বাড়িঘর ধ্বংস করে দিয়েছে।


২০১১ সালের পর মোয়াম্মার গাদ্দাফির শাসনের উৎখাতের পর থেকে, অশান্তির সম্মুখীন হয়েছে। কিন্তু এইরকম প্রাকৃতিক দুর্যোগ প্রথমবার আঘাত করেছে। তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে কিন্তু এরকম বিপর্যয়ে ভেঙে পড়েছে।

Comentários


bottom of page