top of page

ইণ্ডিয়ান সুপার লীগে অবশেষে ডার্বির দিন বদল


পুজো এবং পর্যাপ্ত পুলিশ না দিতে পারার কারণেই ম্যাচ পিছিয়ে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল।


আই এস এল কর্তৃপক্ষ আর দুই ক্লাব এবং রাজ্য সরকারকে জানিয়েছেন যদি ১ অক্টোবর খেলাটি সংগঠিত করা যায় তবে তারা পুলিশ ব্যবস্থা দিতে পারবে নাকি। তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি।


উল্লেখ্য, দূর্গাপুজোর মধ্যেও চলবে আই এস এলের ম্যাচ।। সপ্তমীর দিন যুবভারতীতে গোয়া র বিপক্ষে খেলতে নামছে ইস্টবেঙ্গল।


সঠিক দিনটি ঘোষণা করার দিকে তাকিয়ে আছেন দুই ক্লাব এর সভ্য-সমর্থকরা।


কথা হয়েছিল এবছর আই এস এলের ডার্বি হবে ২৮ শে অক্টোবর। কিন্তু সেদিন রয়েছে বাঙালীর লক্ষীপুজো, সাথে ইডেনে ইন্ডিয়া - সাউথ আফ্রিকা-র বিশ্বকাপের খেলা।

Yorumlar


bottom of page