কামারডাঙ্গা রেলের জমিতে স্থানীয় লোকজনময়লা ফেলায় আবর্জনা জমছে। সেখানে জমা জলে ডেঙ্গির মশা জন্মাচ্ছে।
বারবার রেলকে জানিয়েও ফল না হওয়ায় ৪৮ ঘন্টার ডেডলাইন বেঁধে দিলেন রেলকে। ৪৮ ঘন্টায় রেল ওই জমি পরিষ্কার না করলে পুরসভার তরফেই জমি পরিষ্কার করিয়ে রেলের থেকে টাকা নেওয়া হবে বলে জানালেন দুটি মেয়র। l
ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, "কেন্দ্রীয় সরকারের প্রচুর বহুমূল্য জমি আছে। সেগুলোকে ব্যবহার করতেই পারেন তারা। কিন্তু সঠিক ব্যবহার হচ্ছেনা সেগুলো। জাতীয় গ্রন্থাগারকেও কেস করতে হয়েছে।"
ডেঙ্গি মোকাবিলার মতো বিষয়ে রাজ্যের তরফ থেকে যেরকম সহযোগিতা পাওয়া যায়, কেন্দ্রের থেকে সেই সহযোগিতা পাওয়া যায় না বলে অভিযোগ জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ।
Comentários