top of page

যাদবপুরে ডেঙ্গির লার্ভা! অতীন ঘোষ ক্ষুব্ধ হলেন বাঘাযতীন হাসপাতালের হাল দেখে

Writer's picture: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

অতীন ঘোষ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে শহর পরিদর্শনে নেমে সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন।


সোমবার তিনি সকাল থেকেই দক্ষিণ কলকাতার ডেঙ্গি-প্রবন এলাকাগুলিতে পরিদর্শনে যান। দক্ষিণ কলকাতার যাদবপুর, বাঘাযতীন ও বিজয়গড় এলাকা ঘুরে নিরীক্ষণ করলেন ডেঙ্গি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট পুরসভার কার্যকলাপ।


যাদবপুরের কাছে কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে যান অতীন ঘোষ সঙ্গে নিয়ে যান কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীদের। অনেকদিন ধরে ফ্যাক্টরিটি বন্ধ থাকায় আশেপাশে জঙ্গল আগাছা ও নোংরার স্তুপ হয়ে রয়েছে। কারখানার ফুটো দিয়ে বৃষ্টির জল ঢুকে তা জমে গিয়ে তৈরী হয়েছে মশার আতুড়ঘর। বন্ধ ফ্যাক্টরিতে মশার লার্ভাও পাওয়া গেছে বলে জানা গেছে পুরসভা সূত্রে।


এরপর বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে যান ডেপুটি মেয়র অতীন বসু। সেখানে পরিস্থিতি দেখে এতটাই ক্ষুব্ধ হন যে সেই মুহূর্তে তিনি সেখানে দাঁড়িয়ে হাসপাতাল সুপারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানোর কথা বলেন স্বাস্থ্য ভবনে।


সেই সময় সেখানে অতীন ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। তিনিও অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

শহরে ডেঙ্গির প্রকোপ বাড়ার কারণে এবার কলকাতা পুরসভাগুলি সিদ্ধান্ত নিয়েছে যে পুরসভার সব কটি স্বাস্থ্যকেন্দ্র রাত পর্যন্ত খোলা থাকবে।


কলকাতা পুরসভা সূত্রের খবর, গত সপ্তাহেই স্বাস্থ্য দফতর একটি নির্দেশিকা জারি করেছে।যেখানে সরকারি হাসপাতালের বাইরের বিভাগে রোগী দেখার সময় বাড়ানোর কথা বলা হয়েছে।


এছাড়াও বলা হয়েছে, সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২টো কিংবা শেষ রোগী থাকা অবধি বাইরের বিভাগ খোলা রাখতে হবে।


মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক এবং স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে বৈঠকে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বাস্থ্য দফতরের আধিকারিক, জেলা স্বাস্থ্যকর্তা এবং মেডিক্যাল কলেজের সদস্যরাও।

Comments


bottom of page