top of page

সুভাষ সরোবর লেকে ঝুলন্ত দেহ উদ্ধার

সুভাষ সরোবর লেকে মঙ্গলবার ভোরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। নাম অজয় দাস (৩৭)। বেলেঘাটা মিলন মন্দির, তৃতীয় লেনের বাসিন্দা তিনি।



বছর ৩৭-এর অজয় দাসের রোজগার নেই, নেশাতেই ডুবে থাকতো । সোমবার রাতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে নেশাগ্রস্থ হয়ে, রাত্রে বেলায় বাড়িতে ঘুমোতে যায় ।


রোজ রাতের মত ভাইয়ের পাশে ঘুমিয়ে ছিল। রাতে কখন উঠে গিয়ে সুভাষ সরোবরে গাছের ডালে গলায় ফাঁস দেয়, কেউ জানতে পারেনি।


অজয়ের মৃত্যু খবরে বাকরুদ্ধ তার পরিবারের লোকজন । তারা কেউ বলতে পারছে না কি ভাবে এই ঘটনা ঘটে গেল। বাড়িতে অন্ধ মা রয়েছে।


তবে মানসিক অবসাদ যে অজয়কে আঁকড়ে ধরেছিল। তা পরিবারের লোকেরা কোনভাবে বুঝতে পারেনি। রোজগারহীন নেশাগ্রস্থ মানসিক অবসাদে অজয় আত্মহত্যা করেছে বলে পরিবারের অনুমান।

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
bottom of page