top of page

আবারও এক ডেঙ্গি আক্রান্ত কিশোরের মৃত্যু


কলকাতার আর এক কিশোর ডেঙ্গি আক্রান্ত হয়ে ছেড়ে চলে গেল সবাইকে। কিশোরের নাম দেব পোপাট (১৭)। বৌবাজারের বাসিন্দা। ২০শে সেপ্টেম্বর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় দেব। গতকাল রাতেই কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় দেবের।


গত ২১শে সেপ্টেম্বর দক্ষিণ দমদমে রুনা বসাকের মৃত্যু হয়। গত বুধবারই শ্যামনগর অঞ্চলে ডেঙ্গির কারণে মারা যায় ১৪ বছরের এক কিশোরী।


গোটা কলকাতা জুড়ে ডেঙ্গি আক্রান্ত ক্রমশই বেড়ে যাচ্ছে। শুধুই কলকাতা নয়, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা চিন্তায় জেলা প্রশাসনের। প্রায় মানুষ মশাবাহিত ভাবেই আক্রান্ত হচ্ছে। তিনটি জেলার মধ্যে সব চেয়ে বেশি ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা উত্তর ২৪ পরগনায়, যেটা আলাদাভাবে মানুষের মনে এবং প্রশাসনের মনেও চিন্তায় ফেলেছে।


ডেঙ্গি থেকে প্রতিরোধের জন্যে পুরসভাগুলি থেকে অবিরত সতর্ক ও সচেতন করবার কাজ চলছে। তবুও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিনা মুল্যে সরকারী প্রতিষ্ঠানে রক্ত পরীক্ষা করে জানুন ডেঙ্গি হয়েছে কিনা। এন এস ওয়ান পজিটিভ এলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডেঙ্গি আক্রান্ত হলেই সঠিক চিকিৎসার প্রয়োজন। সেই দিকে নজর রাখাটা একান্ত জরুরি।


মানুষকে আরও বেশি সতর্ক থাকতে হবে। পরিষ্কার জল কয়েকদিন বাড়িতে বা বাড়ির চারপাশে জমা থাকতে দেবেন না। জ্বর হলে দ্রুত রক্ত পরীক্ষা করে সঠিক চিকিৎসার ব্যবস্থা নিন।

Comentários


bottom of page