পশ্চিমবঙ্গে ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রতিদিন। বিশেষ করে রাজ্যের তিনটি জেলা - নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা-য় ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। যা নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। স্বাস্থ্য দফতরও যথাযথ পদ্ধক্ষেপ নিচ্ছে।
স্বাস্থ্য দফতর থেকে খবর এই তিনটি জেলায় ডেঙ্গি ভাইরাসে প্রায় প্রতি দিনই শতাধিক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। তিন জেলার মধ্যে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়।হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে উপচে পড়ছে ডেঙ্গি আক্রান্ত মানুষ।
স্বাস্থ্য দফতর জানিয়েছেন এই ৩ জেলায় মোট ৮ টি ‘হটস্পট’ চিহ্নিত করেছে প্রশাসন। মুর্শিদাবাদের সুতি, লালগোলা, ভগবানগোলা ব্লক, নদিয়ার রানাঘাট, হরিণঘাটা ব্লক এবং উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম, বনগাঁ এবং বিধাননগরে ডেঙ্গি তুলনায় অনেক বেশি।
মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য দফতর থেকে পাওয়া শেষ খবর অনুযায়ী, আজ ২৩শে সেপ্টেম্বর অবধি মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২ হাজারে পৌঁছেছে। অন্যদিকে, বেসরকারি সূত্র থেকে বলছে , আক্রান্তের সংখ্যা ৪ হাজারেরও বেশি। তাছাড়াও, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ২৮ জন রোগী ডেঙ্গি নিয়ে ভর্তি আছেন।
স্বাস্থ্য দফতর ডেঙ্গির হটস্পট চিহ্নিত করেছে মুর্শিদাবাদের সুতি, লালগোলা এবং ভগবানগোলা ব্লককে। সাথে সেই এলাকার আধিকারিকদের বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সঙ্গে বলা হয়েছে, মশার লার্ভা দমনে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তাস্থানীয় কর্তৃপক্ষকে জানিয়ে দেবে স্বাস্থ্য দফতর ।
এই আগে দমদম এলাকাতে ডেঙ্গি দমন এ বিশেষ উদ্যোক্তা নিয়েছিল প্রশাসন। জমা জল নিয়ে যথার্থ ব্যবস্থা দেখা গিয়েছে এই এলাকাতে। এছাড়া ও পুজো প্যান্ডেলগুলিতেও ডেঙ্গির মশা না জন্মায়, সেই নিশ্যেও কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
Comments