ডেঙ্গি আক্রান্ত ক্রমশ বেড়েই চলেছে।মালদা জেলায় ইতিমধ্যেই ডেঙ্গি আক্রমণের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৭৮ । এরমধ্যেও ২৭২ জন মালদার ইংরেজবাজার শহরের বাসিন্দা। শহরের চারটি ওয়ার্ডকে ইতিমধ্যে শুরু হয়েছিল "হটস্পট" হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে অভিনব মিছিল করল প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। শুক্রবার মালদহের ললিত মোহন শ্যাম মোহিনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা সাধারণ মানুষকে সচেতন করতে মিছিল বের করে।
এই মিছিলে প্রতিকী ডেঙ্গিবাহক মশার প্রতিরূপের পাশাপাশি মশারির মধ্যে ঢুকে হাটতে থাকতে দেখা যায় শিশুদের। মিছিলে পা মিলিয়েছে ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। হাজির ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষকেরাও।
সাধারণ মানুষ যাতে মশারি ব্যবহার করেন এবং বাড়িঘর ও আশপাশ এলাকাকে পরিচ্ছন্ন রাখেন, এই মিছিলের মাধ্যমেই সেই সচেতনতার বার্তা দেওয়া হয়। ডেঙ্গি রোধে সচেতনতা বাড়াতে এদিনের মিছিল অনেকেরই নজর কাড়ে।
Comments