top of page

রাজ্যজুড়ে এডিসের হুল, বেড়েই চলেছে সংক্রমণ সংখ্যা

Writer: Afsana Nigar, WTNAfsana Nigar, WTN

শহরে ডেঙ্গি সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। এই নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে রাজ্যের প্রশাসন। ডেঙ্গির কবলে প্রাণ হারালেন ত্রিশোর্ধ্ব এক মহিলা।



মৃতা সুস্মিতা দত্ত, ল্যান্সডাউনের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃতার শংসাপত্রের মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির উল্লেখ করা হয়। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সুস্মিতা। শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই গত শুক্রবার তার মৃত্যু হয়।

এর আগেও প্রথম এক কিশোরী, এবং তারপরে এক মহিলা ডেঙ্গির কবলে প্রাণ হারিয়েছেন এই রাজ্যে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ৩০তম সপ্তাহের রিপোর্ট মাফিক গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি। এক মাসের তফাতে সেটি বেড়ে দশ হাজারের উর্ধ্বে উঠে যায়।



বর্ষার ফলে এলাকায় জল জমলে ডেঙ্গির মশা বৃদ্ধি পায় এবং তার ফলে সংক্রমণও বাড়ে। তবে সরকারের পক্ষ থেকে ডেঙ্গির মশা নিধনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়েছে সর্বত্র।




Comments


bottom of page