পৌরসভার সাথে সাথে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে ডেঙ্গি নিয়ে। জানালেন পুরুলিয়া পৌরসভা চেয়ারম্যান। পুরুলিয়ায় ডেঙ্গি নিয়ে প্রচারই সার, বেহাল নিকাশিনালায় বাড়ছে মশার উপদ্রব। সংস্কারের অভাবে পুকুরগুলিতেও মশার আঁতুড়ঘর।
বিরোধীরা বলছেন, ডেঙ্গি নিয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না পৌরসভা। দিনে দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।
বিরোধীদের অভিযোগ উড়িয়ে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি জানিয়েছেন, ডেঙ্গি নিয়ে উদ্বেগের মতো পরিস্থিতি তৈরি হয়নি। ডেঙ্গি আক্রান্তরা বাইরে থেকে নিয়ে আসছে এই রোগ। যদিও পৌরসভা সচেতন। বিরোধীরা শুধু রাজনীতি করছে।
ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে পৌরসভার গাফিলতিতে। পুকুরগুলি সংস্কারের কাজ শুরু না হলে আরও বাড়বে মশার প্রকোপ। ডেঙ্গি নিয়ে সতর্ক নন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি।
Comments