রাজ্য সহ খড়্গপুর শহরেও দিনের পর দিন ডেঙ্গির আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।অথচ খড়্গপুর পৌরসভার উদাসীন। সেই ছবি নজরে এলো।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পৌরসভা এলাকায় ডেঙ্গির সংখ্যা হুঁ হুঁ করে বাড়ছে। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এখানে ৮০ ছুঁয়েছে। রাজ্য সরকার নির্দেশে এবার তাই নড়েচড়ে বসেছে খড়্গপুর পুরসভা। বিভিন্ন এলাকায় স্প্রে ও এলাকা পরিষ্কারের কাজও শুরু করা হয়েছে।
কিন্তু খড়্গপুর পৌরসভার অবহেলার জন্যই পৌরসভার গেটের মুখেই ড্রেনের মধ্যে জল জমা হয়ে রয়েছে। এলাকাবাসী সহ পৌরসভায় বিভিন্ন কাজের জন্য আগত খড়্গপুরের সাধারণ মানুষের অভিযোগ খড়গপুর পৌরসভা উদাসীন। খড়গপুর পৌরসভার নাকের ডগায় ড্রেনে জল জমা হয়ে রয়েছে। সেই জমা জলে মশার লারভাও আছে বলে তাদের অনুমান। মনে হচ্ছে এটাই মশার আঁতুড় ঘর।
তাহলে কি শুধুমাত্র প্রচারের জন্য কি ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন চেয়ারপার্সন? সাধারন মানুষরাই অভিযোগ করছেন যে কিছুই বোঝা যাচ্ছে না।
খড়্গপুর পৌরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষের দাবি, "অবৈধভাবে নালাগুলি দখল হয়ে যাবার কারণে ঠিকভাবে পরিষ্কার হয়নি আর সেই জল জমে রয়েছে নালার মধ্যে যদিও আমরা বারবার স্প্রে করছি।"
তবে দিলীপ ঘোষের, দাবি গোটা রাজ্য জুড়ে ছোট ছোট শহরে একই অবস্থা হচ্ছে। কলকাতা পৌরসভার মেয়ররাও কথা স্বীকার করে নিয়েছে। তাই ডেঙ্গু নিয়ে অবিলম্বে খড়্গপুর পৌরসভার নজর দেওয়া উচিত।
দুদিন আগেই ডেঙ্গি নিয়ে খড়্গপুর পৌরসভার ঘেরাওয়ের অভিযান দিয়েছিল বিজেপি। উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ ও ওইদিনই সন্ধ্যেবেলা ডেঙ্গি নিয়ে সরব হয়েছিল সিপিএম। এর ফলে সব রাজনৈতিক দলের তরফে খড়্গপুর পৌরসভার উপর ডেঙ্গি নিয়ে আরো সক্রিয় হবার জন্যে চাপ বাড়ছে ।
Comments