top of page

ডেঙ্গি নয়, লেকটাউনের এক বাসিন্দার মৃত্যু এবার ম্যালেরিয়াতে

লেকটাউনের দক্ষিণদাড়ি এলাকার বছর ৭৫-এর এক ব্যাক্তির মৃত্যু হয় ম্যালেরিয়াতে। কলকাতা এবং আশেপাশের জেলায় ডেঙ্গি ক্রমশ বেড়ে চলেছে। এরই মাঝে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই ব্যাক্তির। মৃতের নাম রামবিদ্যা গুপ্ত।


৫সেপ্টেম্বর জ্বর নিয়ে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। ঐ ব্যাক্তির রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়ার জীবাণু মেলে। বয়সজনিত কারণে তাঁর অবস্থার অবনতি ঘটে। ৬ সেপ্টেম্বর বুধবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।


রামবিদ্যা গুপ্তর প্রতিবেশী রাকেশকুমার সাউ জানান, গত কয়েক দিন ধরে ভুগছিলেন তিনি।তাঁর রক্তপরীক্ষায় ম্যালেরিয়ার জীবাণু মেলে।


স্থানীয় বাসিন্দা দিলীপকুমার গুপ্তা বলেন, ‘‘প্রায় আট দিন ধরে জ্বরে ভুগছিলেন রামবিদ্যা। তিনি সাইকেলে চেপে মনিহারি দ্রব্য ফেরি করতেন। হাসপাতালে ভর্তি করানো হলেও শেষরক্ষা হয়নি। তাঁর দেহ নিয়ে উত্তরপ্রদেশে গিয়েছেন পরিবারের সদস্যেরা।’’


Comentarios


bottom of page