শনিবার সকালে চাষের জমির পাশ থেকে উদ্ধার হলো এক মৃতদেহ। মৃতের নাম জয়নাল শেখ (৪০) বাড়ি রানাঘাটের গয়েশপুর অঞ্চলের শোগুনা গ্রাম।
স্থানীয় সূত্রে খবর গত শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। গিয়েছিলেন পাশের ভোলাডাঙ্গা গ্রামে ভুট্টার মোচ দিতে। তবে সারারাত কেটে গেলেও বাড়ি ফেরেননি।
পরের দিন শনিবার প্রতিবেশীরা হিজুলি মোড় বাজার থেকে ফেরার পথে এক মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারপরে মৃতদেহটি জয়নালের বলে চিহ্নিত করা হয়।
মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছান শান্তিপুর থানার পুলিশ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছান নদীয়া জেলা পুলিশ আধিকারিকও ।
জয়নাল কি খুন হ্নয়েছেন? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য? খতিয়ে দেখবেন শান্তিপুর থানার পুলিশ।
Comments