রাজ্য সরকার ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় অনিয়ম রুখতে আধিকারিক নিয়োগ করলো
- WTN বাংলা নিউজডেস্ক
- Oct 2, 2023
- 1 min read

একশ দিনের কাজ এবং আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলন কর্মসূচি চলছে। তার মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচের ক্ষেত্রে অনিয়ম রুখতে রাজ্য সরকার বিশেষ আধিকারিক নিয়োগ করা হবে।
নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে যে কেন্দ্রীয় সহায়তায় চলা প্রকল্পগুলির টাকা যাতে অর্থদফতরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে না থাকে তা নিশ্চিত করতে অর্থ দফতর সেন্ট্রাল ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার (ডিডিও) নিয়োগ হবে।
নবনিযুক্ত আধিকারিকরা কোনো প্রকল্পের কেন্দ্রীয় সহায়তা আসা মাত্রই সংশ্লিষ্ট দফতরের নির্দিষ্ট প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। অর্থ দফতর সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিটি দফতরে একজন করে ডিডিও থাকেন। এবার অর্থদফতরের একজন অভিজ্ঞ আধিকারিককে কেন্দ্রীয় ভাবে ডিডিও হিসাবে নিয়োগ করা হবে।
বর্তমান নিয়ম অনুযায়ী পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পাওয়ার ১০ দিনের মধ্যে অর্থদফতরকে তা নির্দিষ্ট প্রকল্পের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হয়। অন্যান্য এই সময়সীমা ২১ দিন। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ১০ দিনের মধ্যে পাঠানোর রেকর্ড থাকলেও অন্যান্য খাতের টাকা ২১ দিনের মধ্যে নির্দিষ্ট প্রকল্পের অ্যকাউন্টে পাঠানো প্রায়শই সম্ভব হয় না।
পরোক্ষে কি কেন্দ্রীয় সরকারের আনা অনিয়মের অভিযোগ স্বীকার করে নিয়ে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প রুপায়নের জন্যে ডিডিও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল। তাই যদি হয়, সেই ক্ষেত্রে নয়া পদ্ধতি চালু হলে অনিয়মের সম্ভাবনা কমবে এর ফলে প্রকল্প রূপায়ণের গতিও অনেকটা বাড়বে বলে আশা করা হচ্ছে।
Comments