top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

কেমন থাকবে আজকের আবহাওয়া? রাজ্যে বৃষ্টির আশঙ্কা আছে কি নেই ?


মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উপকূলে বেশি বৃষ্টির আশঙ্কা। কাল থেকে বাড়বে বৃষ্টি। শনিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির স্পেল।


মায়ানমার উপকূলে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে আজ। এর প্রভাবে বাংলায় বৃষ্টি বাড়বে।


স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আর্দ্রতাজনিত অস্বস্তি আজ দুপুর পর্যন্ত। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।


উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে এবং জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও।


কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। আর্দ্রতা জনিত অস্বস্তি সকালের দিকে। বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বাড়বে বৃষ্টি। শনিবার থেকে সোমবার ফের বৃষ্টির আশঙ্কা।


কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস।


শৈলশহরের হাতের নাগালে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, সমতল পুড়ছে গরমে


শিলিগুড়ি : পারদ চড়ছে। আজও দিনভর গরমে অস্বস্তি বাড়বে শহরে।


দার্জিলিং : ঘুম ভাঙতেই জানালা খুলতেই ঝা চকচকে কাঞ্চনজঙ্ঘা। আর কিই বা চাই! মুগ্ধ পর্যটকেরা। শৈলশহর ফিরছে স্বমহিমায়।


কালিম্পং : ঝা চকচকে আবহাওয়া। অদূরে কাঞ্চনজঙ্ঘার হাতছানি। মনোরম আবহাওয়ায় মজেছে বেড়াতে আসা পর্যটকেরা।


জলপাইগুড়ি : রৌদ্রজ্বল আকাশ। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা।


ডুয়ার্স : রৌদ্রোজ্জ্বল আকাশ। বাড়ছে তাপমাত্রা।


আলিপুরদুয়ার : রোদ ঝলমলে আকাশ। চড়ছে পারদ।


কোচবিহার : নীল আকাশ। তাপমাত্রার গ্রাফ ঊর্ধমুখী।


উত্তর দিনাজপুর : সকাল থেকেই পরিষ্কার আকাশ। ভ্যাপসা গরম।


ইসলামপুর : চড়ছে পারদ। আজও ঘামবে শহর।


দক্ষিন দিনাজপুর : রোদ ঝলমলে আকাশ। গরমে কাহিল হওয়ার আশঙ্কা।

Comments


bottom of page