top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

ক্রেডিট কার্ড সমস্যারসমাধান খুঁজতে গিয়ে প্রতারণার শিকার মহিলা


ক্রেডিট কার্ডের সমস্যা সমাধানের জন্য ফোন আসে। ফোনে চাওয়া হয় ওটিপি। সেই ওটিপি দেওয়া মাত্রই খোয়া যায় প্রায় ২২ লক্ষ টাকা।



ঘটনাটির তদন্ত করে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ এই প্রতারণা চক্রের এক পাণ্ডা উজ্জ্বল সিংহকে গ্রেফতার করলো।


উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর বল্লভপুরের বাসিন্দা মলি মন্ডল গত জুন মাসের ১ তারিখ সেই অঞ্চলের অন্তর্গত থানায় অভিযোগ দায়ের করেন যে তাঁর ক্রেডিট কার্ডের সমস্যা সমাধানের জন্য তাঁর কাছে একটি ফোন আসে।


ব্যাঙ্কের নথি ও যাবতীয় তথ্যের সঙ্গে একটি ওটিপি নম্বরও চাওয়া হয়েছিল। তিনি সেই নম্বর দিতেই ব্যাংক থেকে উধাও হয়ে যায় প্রায় দেড় লক্ষ টাকা।


সাইবার পুলিশ সূত্রে খবর, উজ্জ্বল সিংহের সঙ্গে এই চক্রে আরও বেশ কয়েকজন জড়িত।

বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ উজ্জ্বল সিংহ কে গ্রেফতার করে এই প্রতারকদের পর্দা ফাঁস করতে চাইছে।




অভিযুক্তকে ১২ দিনের জন্য পুলিশের হেফাজতে রাখার আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


Comments


bottom of page